এতদিন শুধুমাত্র স্মার্টফোন অ্যাপ থেকে Aarogya Setu ব্যবহার করা যাচ্ছিল। এই পরিষেবা ব্যবহার করে নিজের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সম্পর্কে জানা সম্ভব। এবার ফিচার ফোন গ্রাহকদের জন্যেও এই পরিষেবা নিয়ে এল কেন্দ্র। ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে ফিচার ফোন গ্রাহকরা Aarogya Setu ব্যবহার করতে পারবেন।
যে কোন ফোন থেকে 1921 নম্বরে ফোন করে কল ব্যাক করার অনুরোধ জানাতে পারবেন। পরে আপনার নম্বরে স্বাস্থ্য-মন্ত্রক থেকে ফোন করে আপনার সংক্রমণের ঝুঁকি সম্পর্কে জানতে কয়েকটি প্রশ্ন করবে।
কোন নাগরিকের করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকলে এসএমএসের মাধ্যমে সতর্ক করে দেওয়া হবে। ইতিমধ্যেই গোটা দেশে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা পঞ্চাশ হাজার ছুঁতে চলেছে। নাগরিকদের সংক্রমণের ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একাধিক বার Aarogya Setu অ্যাপ ইন্সটল করার অনুরোধ করা হয়েছে।
#IndiaFightsCorona:#AarogyaSetu IVRS services implemented to cater to people having feature phone or landline.
— Ministry of Health ???????? #StayHome #StaySafe (@MoHFW_INDIA) May 6, 2020
Details here:https://t.co/NqjXUJ6YZQ#SwasthaBharat#COVID19@PMOIndia @drharshvardhan @AshwiniKChoubey @PIB_India @COVIDNewsByMIB @CovidIndiaSeva @DDNewslive
এছাড়াও বুধবার বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে Aarogya Setu অ্যাপ ব্যবহার করলে গ্রাহকের গোপনীয়তায় আপোষ হয় না।
কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর বলেন, “এই অ্যাপ সম্পূর্ণ মজবুত, নিরাপদ এবং সুরক্ষিত।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন