সোশ্যাল মিডিয়াল ইতিমধ্যেই ভাইরাল হয়েছে FaceApp। এই অ্যাপ ব্যবহার করে এডিট করা ছবি সর্বত্র বিরাজমান। Android ও iOS থেকে FaceApp ব্যবহার করা যায়। কিন্তু ভারত থেকে FaceApp ব্যবহার করলে ‘এরর' মেসেজ দেখা যাচ্ছে। সম্প্রতি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে অভিযোগ করেছেন। Gadgets 360 অফিস অফিস থেকে FaceApp ব্যবহারের সময়েও একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। ইতিমধ্যেই এই বিষয়ে ডেভেলপারদের প্রশ্ন করেছি আমরা। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেই প্রশ্নের জবাব মেলেনি।
বুধবার সন্ধ্যা থেকে FaceApp ব্যবহার করে ছবি এডিট করতে গেলে একটি এরর মেসেজ দেখাচ্ছে। সেই মেসেজে জানানো হয়েছে “কিছু একটা সমস্যা হচ্ছে। একটু পরে চেষ্টা করুন।”
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে মানুষের মুখের ছবিতে বিভিন্ন ফিন্টার ব্যবহার করা যায়। এই ফিন্টার ব্যবহার করে বিভিন্ন ছবিতে মানুষের বয় কম অথবা বেশি করা সম্ভব। এছাড়াও ছবিতে চুল ও দাঁড়ির কায়দা সহজেই বদলানো সম্ভব।
গত কয়েক দিন ধরেই FaceApp ব্যবহার করে এডিট করা ছবি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই অ্যাপ স্টোরে ট্রেন্ডিং অ্যাপ এর তালিকায় এক নম্বরে উঠে এসেছে FaceApp। প্লে স্টোরেও প্রথম তিনে জায়গা করে নিয়েছে অ্যাপটি। FaceApp এডিট করা ছবি সোশয়াল মিডিয়ায় সর্বত্র ছেয়ে গিয়েছে। বছর তিন আগে Prisma অ্যাপ একই ধরনের জনপ্রিয়তা পেয়েছিল।
FaceApp ব্যবহার করছেন? নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো?
সম্প্রতি FaceApp অ্যাপ ব্যবহারের শর্তাবলী নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এই অ্যাপ ব্যবহার ভবিষ্যতে বিপজ্জনক হতে পারে বলে মনে করা হচ্ছে।
ট্যুইটারে এলিজাবেথ পটস উইন্সটাইন নামে এক মহিলা FaceApp ব্যবহারের শর্তাবলী পোস্ট করে একটি ট্যুইট করেছেন। সেখানে যা লেখা রয়েছে তা পড়লে আপনা পিলে চমকে উঠবে। FaceApp ব্যবহারের শর্তাবলীতে লেখা রয়েছে এই অ্যাপ ব্যবহার করলে আপনি কোম্পানির সার্ভারে আপলোড করা সব ছবি, নিজের নাম, আপনি কী পছন্দ করেন, আপনার গলা এই সব তথ্য বাণিজ্যিক কারনে ব্যবহারের আনুমতি দিচ্ছেন।
ইউরোপের একাধিক দেশে ব্যাক্তিগত তথ্য গ্রাহককে না জানিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ বেআইনি। সেই ক্ষেত্রে FaceApp যে দেশে ব্যক্তিগত তথ্য সংগ্রহ বেআইনি নয় সেই দেশে এই সেই তথ্য পাঠিয়ে অন্য দেশের নিয়ম দেখিয়ে তথ্য সংগ্রহ চালিয়ে যাবে FaceApp।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন