গ্রামীন ভারতে স্মার্টফোনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। গ্রামীন ভারতে যে সেব এলাকায় শিক্ষা ব্যাবস্থার মান ভালো না সেখানে শিশুদের বিশ্ব মানের শিক্ষা দেওয়ার জন্য বতুন অ্যাপ নিয়ে হাজির হল Google। এই জন্য বুধবার লঞ্চ হয়েছে Google Bolo অ্যাপ। কন্ঠস্বরের মাধ্যমে এই অ্যাপ কাজ করবে। Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়াও ব্যবহার করা যাবে Google Bolo।
“আমরা মনে করি প্রযুক্তি বিশ্বের শিক্ষা ব্যাবস্থাকে বদলে দিতে পারে। সেই জন্য অনেক দিন ধরেই বিভিন্ন প্রোডাক্ট তৈরী করছি আমরা। আশা করছি এই প্রযুক্তি ছাত্র-ছাত্রীদের কাজে লাগবে” এক বিবৃতিতে জানিয়েছে Google।
আপাতত শুধুমাত্র হিন্দি ভাষায় এই অ্যাপ কাজ করবে। Bolo অ্যাপ শিশুদের হিন্দি ও ইংরাজী পড়ার ক্ষমতা বাড়াবে। শিশুকে উচ্চ কন্ঠস্বরে পড়ার অভ্যাস করিয়ে একই কাজ করবে Google Bolo। এমন ভাবে এই অ্যাপ ডিজাইন করা হয়েছে বড়দের সাহায্য ছাড়াও শিশু নিজেই পড়তে ও বলতে শিখবে। স্পিচ রেকগনিশান ও টেক্সট টু স্পিচ ইঞ্জিন ব্যবহার করে কাজ করবে এই অ্যাপ।
প্রত্যেক শিশুর জন্য আলাদা ভাবে কাজ করবে Google Bolo। একই বাড়িতে দুই জন শিশু থাকলে দুই জনের জন্য আলাদা অনুশীলনী তৈরী করবে এই অ্যাপ।
এখনও বিটা টেস্টিং মোডে রয়েছে এই অ্যাপ। একাধিক সংস্থার সাথে হাত মিলিয়ে এই অ্যাপ ডিজাইন করার কাজ চলছে। Android Kitkat বা তার বেশি ভার্সানের যে কোনও Android ডিভাইসে এই অ্যাপ ব্যবহার করা যাবে। Google Bolo –র সাইজ 50MB।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন