Photo Credit: YouTube/ Indian Air Force
ভারতের তরুন প্রজন্মকে বায়ুসেনা সম্পর্কে অবগত করতে নতুন মোবাইল গেম নিয়ে এল ভারতের বায়ুসেনা। বুধবার এই গেম লঞ্চ করেছেন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া। 20 জুলাই এই গেমের টিজার লঞ্চ হয়েছিল। বুধবার থেকে Play Store আর App Store থেকে এই গেম ডাউনলোড করা যাবে।
কয়েক দিন আগে লঞ্চ হওয়া টিজারে জানা গিয়েছিল সিঙ্গেল প্লেয়ার এই গেমে ফাইটার জেট চালিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে শত্রুপক্ষকে ধ্বংস করা যাবে।
“আমি একজন গর্বিত,ও ভয়হীন যোদ্ধা। যে কোন মুহুর্তে আমি দেশের সুরক্ষাকে সবথেকে উপরে রাখি।” গেমের টিজারে এই কথা জানানো হয়েছে।
“আমি শত্রুপক্ষের এলাকায় প্রবেশ করে শত্রুকে শেষ করে দিই।” গেম স্টোরিতে এই কথা জানানো হয়েছে।
এই গেমের টিজার ভিডিওতে যে অফিসারের ছবি দেখা যাচ্ছে তার দাঁড়ির কায়দা উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের দাঁড়ির কায়দার সাথে মিলে যায়। এই বছরের শুরুতেই পাকিস্তান অভিনন্দনকে বন্দী করে পরে ছেড়ে দিয়েছিল।
পাকিস্তান তাকে বন্দী করে রেখেছিল। পাকিস্তান সেনা তাকে বন্দী করে রাখলেও পরে ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরেছিলেন অভিনন্দন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন