স্মার্টফোনের ক্যামেরা অ্যাকসেসারিজ জনতে জনপ্রিয় নাম Moment। এবার স্মার্টফোন অ্যাপ এর দুনিয়ায় পা রাখল এই কোম্পানি। Moment কেস এর সাথে ব্যবহারের জন্য এতদিন কোম্পানির একটি সাধারন ক্যামেরা অ্যাপ পাওয়া যেত। এবার Moment – Pro ক্যামেরা অ্যাপ লঞ্চ করল কোম্পানি। Android ও iOS দুই প্ল্যাটফর্মেই নতুন এই Moment – Pro অ্যাপ ব্যবহার করা যাবে। Google Play তে এই অ্যাপ এর দাম 140 টাকা। যদিও iOS এ বিনামূল্যে এই অ্যাপ ইনস্টল করা যাবে।
iOS এ বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করে গেলেও ‘প্রো ফিচার্স’ ব্যবহারের জন্য অ্যাপ এর ভিতরে 249 টাকা দিয়ে এই বিশেষ ফিচার কিনতে হবে। Moment – Pro ক্যামেরা অ্যাপ দিয়ে স্মার্টফোন ক্যামেরায় ফোকাস, ISO, শাটার স্পিড ও হোয়াইট ব্যালেন্সে ম্যানুয়াল কনট্রোল করা যাবে। এর সাথেই Moment – Pro অ্যাপ দিয়ে স্মার্টফোনে হাই কোয়ালিটি RAW ফর্ম্যাটে ছবি তোলা যাবে। Android 7.0 বা তার বেশি ও iOS 10 বা তার বেশি অপারেটিং সিস্টেমে এই অ্যাপ কাজ করবে। ম্যানুয়াল কন্ট্রোল ঠিকভাবে কাজ করার জন্য Google Camera 2 API সাপোর্ট থাকা জরুরি।
ম্যানুয়াল কন্ট্রোলে ছবি তোলার সাথেই ছবি তোলার পরে এই অ্যাপ দিয়ে সেই ছবির মেটাডাটা বিস্তারে দেখা সম্ভব। স্ক্রিনের উপরে লাইভ হিস্টোগ্রাম দিয়ে ছবির ব্রাইটনেস সহজেই বোঝা সম্ভব। Moment – Pro এর iOS ভার্সানে HEIF, JPEG, RAW অথবা TIFF মতো আনকমপ্রেসড ফর্ম্যাটে ছবি সেভ করা সম্ভব।
Android এডিশানে এখনো ভিডিও তোলার অপশান চালু না হলেও Moment – Pro অ্যাপ এর iOS ভার্সানে একাধিক রেসলিউশানে ভিডিও তোলা যাবে। ভিডিও তোলার সময় ইলেট্রনিক ইমেজ স্টেবিলাইজেশানের সাথেই ম্যানুয়াল ফোকাস কনট্রোল করা যাবে। Google Play Store ও App Store থেকে Moment – Pro ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন