কয়েকদিন আগেই বাজার গরম করে লঞ্চ হয়েছিল Xiaomi-র নতুন বাজেট ফ্ল্যাগগিপ Poco F1। বুধবার দুপুর 12 টা থেকে Flipkart ও mi.com ওয়েবসাইট থেকে এই ফোন বিক্রি শুরু হবে। তিনটি আলাদা ভেরিয়েন্টে Poco F1 পাওয়া যাবে। সব থেকে উপরের ভেরিয়েন্টে থাকবে 8GB RAM আর 256GB স্টোরেজ। Poco F1 ফোনে ব্যবহার হয়েছে ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 845 চিপসেট। এর সাথেই এই ফোনে থাকবে 6.18 ইঞ্চি ডিসপ্লে, 12MP রিয়ার ক্যামেরা। MIUI ইউজার ইন্টারফেস থাকলেও নতুন Poco F1 এ একটি অ্যাপ ড্রয়ার ব্যবহার করেছে Xiaomi। এই প্রথম MIUI তে অ্যাপ ড্র্যার যোগ হল।
ফোন লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল Play Store থেকে এই লঞ্চার ডাউনলোড করা যাবে। সেই কথা মতোই এবার Google Play Store এ দেখা গেল Poco Launcher। যদিও APKMirror ও MIUI ফোরাম থেকে ইতিমধ্যেই Poco Launcher এর APK ফাইল ডাউনলোড করা যাচ্ছে।
এই লঞ্চারের সাইজ 15.5 MB। Poco Launcher এর মাধ্যমে MIUI গ্রাহকরা একাধিক স্টক Android এর ফিচার ব্যবহার করতে পারবেন। Google Play লিস্টিং এ Poco Launcher কে একটি সম্পূর্ণ কাস্টম লঞ্চারের আক্ষ্যা দিয়েছে Xiaomi।
প্রসঙ্গত কয়েক দিন আগেই লঞ্চ হয়েছে নতুন Poco F1। বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্টে 20,999 টাকা থেকে 29,999 টাকা দামে কেনা যাবে Poco F1। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ 8GB RAM আর Snapdragon 845 চিপসেট। ভারতে 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 20,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 23,999 টাকা। সবথেকে উপরের 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 29,999 টাকা। শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে Poco F1 কেনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন