সম্প্রতি PUBG তে পোঁছেছে একের পর এক আপডেট। এবার PUBG তে আসছে ‘দ্য জোকার' আর ‘হার্লে কুইন'। ডিসি কমিকের এই চরিত্রগুলিকে শিঘ্রই PUBGগেমে দেখা যাবে। ‘সুইসাইড স্কোয়াড' সিনেমার এই চরিত্রদের নিয়ে শিঘ্রই PUBG খেলা যাবে।
‘দ্য জোকার' এর থাকবে হালকা সবুজ রঙের চুল। মুখে থাকবে সাদা মেক আপ। এছাড়াও জোকারের কপালে দেখা যাবে একটি খারাপ ট্যাটু। অন্যদিকে বেসবল ব্যাট নিয়ে ঘরে বেড়াতে দেখা যাবে হার্লে কুইনকে। তার সাদা ও লাল টি-শার্টে লেখা থাকবে ‘ড্যাডিস লিটল মনস্টার'। তিওন রঙের চুলে সহজেই চিনে নেওয়া যাবে হার্লে কুইনকে।
তবে সুইসাইড স্কোয়াডের চরিত্ররা কবে PUBG তে পৌঁছাবে তা জানানো হয়নি। কোম্পানি জানিয়েছে শিঘ্রই চলে আসবেন এঁরা। এছাড়াও ডিসেম্বর মাসে PS4 এ চলে আসবে PUBG।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন