একের পর এক আপডেট এলেও বাগ PUBG Mobile এর পিছন ছাড়ছে না। সম্প্রতি ‘গান প্লে' নিয়ে একটি নতুন বাগ সামনে এসেছে। এই বাগে কম ফ্রেম রেট থাকলে বন্দুকের রিকয়েল কমে যাচ্ছে। তবে ফ্রেম রেট বেশি থাকলে বন্দুকের রিকয়েল একই থাকছে। যেহেতু PUBG Mobile খেলে অনেক মানুষ কোটি কোটি টাকা রোজগার করেন সেখানে গেমের মধ্যে এই ধরনের বাগ অপ্রত্যাশিত। সম্প্রতি এক ইউটিউবার এই বাগ খুঁজে পেয়েছেন।
আরও পড়ুন: নতুন এই ফিচারগুলি আসছে PUBG Mobile এ
WackyJacky101 নামে এক ইউটিউবার সম্প্রতি এই বাগের ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে বিভিন্ন ফ্রেম রেটে পাশাপাশি গুলিও চালিয়ে তিনি দেখিয়েছেন কম ফ্রেম রেটে সব সময় রিকয়েল কমে যাচ্ছে। তিনি বলেন এর ফলে বন্দুক নিয়ে যুদ্ধক্ষেত্রে গুলি করার সময় ডিস্প্লের ফ্রেম রেটে তফাতের জন্য কিছু খেলোয়াড় গেমের মধ্যে অতিরিক্ত সুবিধা পাবেন।
আরও পড়ুন: 2018 সালে PUBG Mobile এর থেকেও বেশি রোজগার করেছে এই গেম
সম্প্রতি সামনে এসেছিল PUBG Mobile 0.10.5 আপডেট। নতুন আপডেটে থাকছে ‘ক্লাসিক' ভয়েস অপশান, ভিকেন্ডি স্নো ম্যাপে অস্ত্রে বদল আর রয়্যাল পাস সিজন ৫। যোগ হয়েছে নতুন MK47 রাইফেল। ইরেঙ্গেল, মিরামার আর শ্যানহক ম্যাপে এই রাইফেল ব্যবহার করা যাবে। তবে এখনই PUBG Mobile এ জম্বি মোড যোগ হচ্ছে না।
আরও পড়ুন: 1 কোটি টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ নিয়ে এল PUBG Mobile India Series 2019
এখনই আপনার ফোনে PUBG Mobile 0.10.5 আপডেট না পৌঁছালেও চিন্তার কারন নেই। Tencent জানিয়েছে ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন