লঞ্চের পরে গত দুই বছরে 6 কোটি মার্কিন ডলার আয় করেছে Super Mario Run। সম্প্রতি এক রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে। এই আয়ের একটি বিশাল অংশ Apple App Store থেকে এসেছে। বাকি টাকা আয় হয়েছে Google Play Store থেকে। 2016 সালের সেপ্টেম্বর মাসে প্রথম iOS এ Super Mario Run গেমটি লঞ্চ হয়েছিল। এর ছয় মাস পরেই Google Play Store এ লঞ্চ হয় এই গেম।
এই রিপোর্টে জানানো হয়েছে গত দুই বছরে গ্রাহকরা Super Mario Run গেম এ মোট 6 কোটি মার্কিন ডলার খরচ করেছেন। এই আয়ের 77 শতাংশ App Store থেকে এসেছে। আর বাকি 33 শতাংশ এসেছে Play Store থেকে। যদিও এই বছরের প্রথম তিন মাসে Play Store এর আয় বেড়ে 35 শতাংশ হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে Super Mario Run গেমের অধিকাংশ গ্রাহক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গেম খেলেছেন। জাপান থেকে এই গেমের মোট আয়ের 17 শতাংশ পেয়েছে Nintendo।
আগেই জানানো হয়েছে 2016 সালের সেপ্টেম্বর মাসে প্রথম iOS এ Super Mario Run গেমটি লঞ্চ হয়েছিল। লঞ্চের প্রথম চার দিনেই 4 কোটি ডাউনলোড হয়েছিল। জানুয়ারী মাসের শেষে Super Mario Run এর মোট ডাউনলোড 7.8 কোটি। কিন্তু শুরুতে এই গ্রাহকদের টাকা দিতে সঠিক উপায় খুঁজে পাচ্ছিল না কোম্পানি। Nintendo মনে করে এই মোট গ্রাহকের মাত্র 5 শতাংশ টাকা দিয়ে এই গেম খেলেন। এপ্তিল মাসে কোম্পানি জানিয়েছিল Android ও iOS মিলে Super Mario Run এর সংখ্যা 15 কোটি ছাড়িয়ে গিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন