iOS প্ল্যাটফর্মে নতুন 3.1 ভার্সানের VLC মিডিয়া প্লেয়ার অ্যাপ লঞ্চ করল VideoLAN। এই বছর ফেব্রুয়ারী মাসে VLC 3.0 লঞ্চ হয়েছিল। একাধিক নতুন ফিচার সহ নতুন এই ভার্সান লঞ্চ হয়েছে। এবার থেকে VLC মিডিয়া প্লেয়ারে Google Chromecast-এ স্ট্রিম করা যাবে। এর সাথেই অডিও প্লে ব্যাকে উন্নতি হয়েছে, আর নতুন 360 ভিডিও দেখার ফিচার যোগ হয়েছে। এর সাথেই এই ভার্সানে একাধিক বাগ ফিক্স যোগ হয়েছে। iOSএর নতুন এই ভার্সানের VLC মিডিয়া প্লেয়ারের ফাইল সাইজ 46 MB। iOS 9.0 বা তার বেশি ভার্সানের iPhone, iPad, আর iPod touch এ নতুন এই ভার্সান ব্যবহার করা যাবে।
iOSএর নতুন 3.1 ভার্সানের VLC মিডিয়া প্লেয়ার সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে। নতুন ভার্সানে H.264/ H.265 ডিকোডিং এ স্টেবিলিটি ও পারফর্মেন্সে অনেক উন্নতি ঘটেছে।
এর আগে ফেব্রুয়ারী মাসে 3.0 ভার্সান লঞ্চের সময় VLC প্লেয়ারে উল্লেখযোগ্য আপডেট এসেছিল। তখন Android, iOS, macOS, Windows, Android, Apple TV আর Chrome OS এর মতো সব গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেমে এই আপডেট একসাথে এসেছিল। এই ভার্সানে 1500 বাগ ফিক্স হয়েছিল বলে জানিয়েছিল VideoLAN। এর সাথেই কমপ্লেক্স টেক্সট লে আউটের সাথে যোগ হয়েছে নতুন সাবটাইটেল রেন্ডারিং ইঞ্জিন।
2001 সালে এই অ্যাপ এর যাত্র শুরু হয়েছিল। সম্পূর্ণ বিনামূল্যে VLC মিডিয়া প্লেয়ার ব্যবহার করা যায়। মোবাইল প্ল্যাটফর্ম Android, iOS, Windows Phone, and Tizen ও ডেক্সটপ প্ল্যাটফর্মে এই অ্যাপ ব্যবহার করা সম্ভব। এর সাথেই এই অ্যাপ এ একাধিক জনপ্রিয় অডিও ও ভিডিও ফর্মাট সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন