প্যানাসনিক লিউমিক্স এফ টি সেভেন কে লিউমিক্স ফ্যামিলি তে সব থেকে নতুন এবং একটি রাগেড ক্যামেরা হিসেবে প্রকাশ করা হলো। প্যানাসনিক এফ টি সেভেনে ৪কে ভিডিও ও ৪কে ফটোর সুবিধা আছে। তাছাড়া ও ক্যামেরা টি ওয়াটার প্রুফ, ফ্রিজ প্রুফ, ডাস্ট প্রুফ ও চাপ নেওয়া র ক্ষমতা। ইলেক্ট্রনিক ভিউ ফাইন্ডার, সাথে এল সি ডি মনিটর এই ক্যামেরা কে এক আলাদা মাত্রা দিয়েছে। ইউ কে তে কমলা, কালো ও নীল রঙে এই ক্যামেরা কি জি বি পি ৩৯৯ মূল্যে পাওয়া যাবে, ভারতে যার মূল্য প্রায় ৩৬,৭০০। জুলাই মাস থেকে এই ক্যামেরা টি পাওয়া যাবে।
এই ক্যামেরার ই ভি এফ এর মাপ ০.২ ইঞ্চি এবং ১,১৭০ কে ডট রেসলিউশন রয়েছে এবং ০.৪৫ ম্যাগনিফাকেশন আছে। এর ফলে উজ্জ্বল দিনে ছবি তুলতে সুবিধা হয় এবং ব্যাটারি ও বাঁচে। এই রাগেড ক্যামেরা টির একটি ৩ ইঞ্চি এল সি ডি মনিটর আছে পিছন দিকে যার ডট রেসুলিউশন ১.০৪০কে ডট রেসলিউশন, সাথে রয়েছে টেম্পার্ড
গ্লাসের সুবিধা। এই ক্যামেরায় ই ভি এফ ও এল সি মনিটর টি প্যানাসনিক লিউমিক্স এফ টি সেভেন কে সব প্রতিদ্বন্দ্বী দের থেকে আগে রেখেছে। নিকন কুল পিক্স ডাব্লু৩০০ মডেলে ও ই ভি এফ নেই শট গুলি কে দেখার জন্য।
ই ভি এফ ও এল সি ডি মনিটর ছাড়াও এই ক্যামেরায় রয়েছে এক পিছন দিক আলোকিত (বি এস আই) সি এম ও এস সেন্সর যার এফ/৩.৩-৫.৯, ২৮-১২৮ মিলিমিটার সমতুল্য ফিক্সড লেন্স। এই লেন্স টি ৪.৬ এক্স অপটিক্যাল জুমের সুবিধা দেয় এবং পাওয়ার ও আই এস (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজশনে) কাজ করে। এই ক্যামেরা টির মধ্যে বার্স্ট শুটিং করা যায়, সিঙ্গল অটো ফোকাস ও আছে, ৪৯ পয়েন্ট কন্ট্রাস্ট ডিটেক্ট অটোফাস, যার জেরে ৫এফ পি এস এবং লাগাতার এ এফ চালু হয়ে যায়। ৪কে ভিডিও শুট করা যায় ২৪পি ও ৩০পি তে, এফ এইচ ডি (১০৮০পি) ৬০পি তে এবং এইচ ডি (৭২০পি) ১২০পি তে। এবং এতে ৪কে ফটোর
সুবিধা আছে যার জন্য ৮ মেগা পিক্সেলের একটি ছবি ৩০এফ পি এস ভিডিও থেকে পাওয়া যাবে।
এতে ওয়াই ফাইএর ও সুবিধা রয়েছে যার জন্য ছবি ও ভিডিও ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসআপে দেওয়া যাবে। মাইক্রো এইচ ডি এম আই পোর্ট ও মাইক্রো ইউ এস বি পোর্ট এর সুবিধাও আছে।
৩১ মিটার পর্যন্ত এই ক্যামেরা টি ওয়াটার প্রুফ এবং দু মিটার পর্যন্ত শক ও নিতে পারে এবং -১০ ডিগ্রী সেলসিয়াস এও এই ক্যামেরা একই ভাবে কাজ করতে পারে। ১০০কিলোগ্রামের চাপ ও নিতে পারে এই ক্যামেরা। এবং এই ক্যামেরা টি কে টর্চলাইট, দিক নির্ণয়ের যন্ত্র ও উচ্চতাপমাপক যন্ত্র হিসেবে খুব সহজেই রূপান্তরিত করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.