শুরু হয়েছে 2019 সালের লোকসভা নির্বাচন ( Lok Sabha Election 2019 )। 11 এপ্রিল শুরু হল ভোটগ্রহন। এর পর একাধিক দফায় গোটা দেশে ভোটগ্রহন হবে। দেশের প্রত্যেক নাগরিকের প্রাথমিক অধিকার ভোটগ্রাহন। কিন্তু ভোট দিতে গিয়ে বুথে পৌঁছে যদি জানতে পারেন ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পরেছে তবে এই অধিকার থেকে বঞ্চিত হতে হবে। ভোট দিতে যাওয়ার আগে এখনই ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কী না জানবেন কীভাবে?
অনলাইনে ভোটার তালিকায় নীজের তা দেখে নেবেন কীভাবে?
- শুরুতেই ন্যাশানাল ভোটার সার্ভিসেস পোর্টাল (NVSP) ওয়েবসাইটে নির্বাচনী সার্চ পেজে যান।
- এখানে দুটি উপায়ে নিজের নাম ভোটার তালিকায় রয়েছে কী না তা দেখে নিতে পারবেন। প্রথমটি হল ইলেকটোরাল ফটো আইডি (EPIC) নম্বর ব্যবহার করে, অন্যটি নিজের নাম ও ব্যাক্তিগত তথ্য দিয়ে।
EPIC নম্বর ব্যবহার করে ভোটার তালিকায় নিজের নাম দেখে নেবেন কীভাবে?
- ন্যাশানাল ভোটার সার্ভিসেস পোর্টাল (NVSP) ওয়েবসাইটে নির্বাচনী সার্চ পেজে যান।
- এখানে ‘Search by EPIC No.' সিলেক্ট করুন।
- এখানে আপনার EPIC নম্বর দিয়ে ড্রপ ডাউন মেনু থেকে নিজের রাজ্য সিলেক্ট করুন। তারপর ‘Search' অপশান সিলেক্ট করুন।
- আপনার নাম ভোটার তালিকায় থাকলে এখানে নিজের নাম দেখতে পাবেন। কিছু না দেখালে বুঝবেন আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।
EPIC নম্বর ছাড়া ভোটার তালিকায় নিজের নাম দেখে নেবেন কীভাবে?
- ন্যাশানাল ভোটার সার্ভিসেস পোর্টাল (NVSP) ওয়েবসাইটে নির্বাচনী সার্চ পেজে যান।
- এখানে ‘Search by Details.' সিলেক্ট করুন।
- এখানে নিজের নাম লিঙ্গ, বয়স, বিধানসভা কেন্দ্র সহ একাধিক ব্যাক্তিগত তথ্য দিন। তারপর ‘Search' অপশান সিলেক্ট করুন।
- আপনার নাম ভোটার তালিকায় থাকলে এখানে নিজের নাম দেখতে পাবেন। কিছু না দেখালে বুঝবেন আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।
ভোটার আইডি কার্ডে সব সময় নামের বানান ঠিক থাকে না। তাই নিজের নামের বানান লিখলে অনেক সময় আপনার নাম ভোটার তালিকায় থাকলেও সার্চ রেজাল্টে কিছু দেখাবে না। তাই সব সময় EPIC নম্বর ব্যবহার করে এই সার্চ করলে সঠিক তথ্য জানার সম্ভব।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.