Photo Credit: অরুন শঙ্কর/ এএফপি
শেষ হতে চলেছে 2019 সাল। বৃহস্পতিবার চলতি দশকের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হল। অস্ট্রেলিয়া, এশিয়া ও আফ্রিকা থেকে এই সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। পৃথিবী ও সূর্যের মধ্যে এক সরলরেখায় চাঁদ পোঁছে গেলে চাঁদের ছায়া পৃথিবীর উপরে পরে। এই মহাজাগতিক ঘটনার নাম সূর্যগ্রহণ। এই মুহূর্তে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বেশি থাকায় বৃহস্পতিবার বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকল বিশ্বের কয়েক কোটি মানুষ।
2019 সালের বলয়গ্রাস সূর্যগ্রহণের সেরা 10টি ছবি
1. মায়ানমারের ওয়ান ত্যিনে তোলা এই ছবি। এই ছবিতে সূর্যকে আংশিকভাবে ঢেকে রেখেছে চাঁদ।
ছবি: ইয়ে আয়ুং থু/ এফপি
2. সিঙ্গাপুর থেকে তোলা এই ছবিতে সূর্যকে একটি আংটির মতো দেখাচ্ছে।
ছবি: লুই কোভক/ এএফপি
3. আবু ধাবিতে মরুভূমির মধ্যে সূর্যগ্রহণ।
ছবি: Instagram/ @khd_uae
4. কর্ণাটকের এক মনেস্ট্রিতে বৌদ্ধ সন্ন্যাসীরা সূর্যগ্রহণ দেখছেন।
ছবি: রাকেশ নাগার/ এএফপি
5. দুবাইয়ে সকাল 7 টা 30 মিনিটে তোলা ছবিটি।
ছবি: Instagram/ @nickarundeldubai
6. পাকিস্তানের ইসলামাবাদে এক্স-রে প্লেট ধরে সূর্যগ্রহণ দেখছেন এক ব্যক্তি।
ছবি: আমির কুরেশি/ এএফপি
7. গাছের পাতার ফাঁক থেকে সূর্যগ্রহণের এই ছবিটি তোলা হয়েছে তামিলনাড়ু থেকে।
ছবি: অরুন শঙ্কর/ এএফপি
8. ইন্দোনেশিয়ায় বলয়গ্রাস সূর্যগ্রহণের ছবি তোলার প্রস্তুতি চলছে।
ছবি: Instagram/ @suwandicphoto
9. ইন্দোনেশিয়ায় বিশেষ চশমার মাধ্যমে সূর্যগ্রহণ দেখছে এক শিশু।
ছবি: চাইদির মাহিউদ্দিন/ এএফপি
10. ইন্দোনেশিয়ায় সূর্যগ্রহণের সময় প্রার্থনা চলছে।
ছবি: জুনি কৃষওয়ান্তো/ এএআফ
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন