সামনেই ভ্যালেন্টাইন্স ডে। বিশেষ এই দিনে ভালবাসার মানুষকে উপহার দিয়ে খুশি করবেন অনেকেই। কিন্তু ভালবাসার মানুষের জন্য কী কিনবেন বুঝতে পারছেন না? আগামী সপ্তাহে ভ্যালেন্টাইন্স ডে-র আগে দেখে নিন প্রিয়জনের জন্য দুর্দান্ত কয়েকটা উপহার দেখে নিন।
Amazon Kindle 10th Generation
ভালবাসার মানুষ পড়তে পছন্দ করলে এই ই-রিডার উপহার দিতে পারেন। ই-রিডারের দুনিয়ায় এটাই অন্যতম সেরা ডিভাইস। সঙ্গে Amazon ওয়েবসাইটে রয়েছে কয়েক লক্ষ ই-বুক কালেকশন।
দাম: 7,999 টাকা
Apple Watch Series 3 38mm
ভারতে দিন দিন Apple Watch -এর জনপ্রিয়তা বাড়ছে। Apple Watch Series 3 -তে ইসিজি ফিচার না থাকলেও অন্য সব সুবিধা পাওয়া যাবে এই ডিভাইসে। যদিও শুধুমাত্র iPhone -এর সঙ্গেই যে কোন Apple Watch ব্যবহার করা যায়।
দাম: 20,900 টাকা
Fitbit Versa 2
Android ও iOS ডিভাইসের সঙ্গে কাজ করবে এই স্মার্টওয়াচ। ফিটনেস দুনিয়ায় অন্যতম জনপ্রিয় নাম Fitbit। 15,000 টাকার কম দামে এই ডিভাইস আপনার প্রিয়জনের মন জিতে নিতে পারে।
দাম: 14,388 টাকা
Apple AirPods
ওয়্যারলেস ইয়ারফোন কেনার পরিকল্পনা থাকলে দেখে নিতে পারেন Apple AirPods। সম্প্রতি অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন সহ একটি AirPod লঞ্চ করেছে Apple।
দাম: 12,999 টাকা
Sony WH-1000XM3
এটা বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় ওয়্যারলেস হেডফোন। কম ওজন, অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন ও দুর্দান্ত সাউন্ডের জন্য এই হেডফোনের সুনাম রয়েছে।
দাম: 23,990 টাকা
Fujifilm Instax Mini 9
স্মার্টফোনের যুগে কে ক্যামেরা কেনে? যদিও রাস্তাঘাটে ছবি তুলে প্রিন্ট করতে এই ক্যামেরা কাজে লাগতে পারে। 4,000 টাকার কম দামে এই ইনস্ট্যান্ট ক্যামেরা কেনা যাবে।
দাম: 3,699 টাকা
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন