বৃহস্পতিবার একগুচ্ছ নতুন হার্ডওয়্যার প্রোডাক্ট লঞ্চ করেছে Acer। এর মধ্যে রয়েছে একাধিক গেমিং ল্যাপটপ। সম্পূর্ণ মেটাল ডিজাইনে লঞ্চ হয়েছে নতুন Acer Nitro 7 গেমিং ল্যাপটপ। এছাড়াও ক্যাজুয়াল গেমারদের জন্য Nitro 5 সিরিজ লঞ্চ করেছে Acer। Nitro 5 সিরিজে রয়েছে 80 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও আর 7.18 মিমি পাতলা বেজেল।
যে কোন ল্যাপটপের অন্যতম প্রধান সমস্যা প্রসেসার গরম হয়ে যাওয়া। Acer গেমিং ল্যাপটপে প্রসেসার কুলিং এর জন্য থাক ছে ডুয়াল এক্সহস্ট সিস্টেম। বিশেষ NitroSense সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন যন্ত্রাংশের তাপমাত্রা দেখে নেওয়া যাবে। নেটওয়ার্কিং ও অডিও প্রযুক্তিতেও বিশেষ নজর দেওয়া হয়েছে এই ল্যাপটপগুলিতে।
সম্পূর্ণ মেটাল চ্যাসিসে তৈরী Acer Nitro 7 ল্যাপটপ মাত্র 20 মিমি চওড়া। এই ল্যাপটপে থাকছে একটি 15.6 ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 144 Hz রিফ্রেশ রেট আর 3ms রেস্পন্স টাইম। ল্যাপটপের ভিতরে থাকছে 9th Gen Inter Core CPU। সাথে থাকছে Nvidia GPU আর দুটি NVMe PCIe SSD আর 32GB DDR4 RAM।
মার্কিন যুক্তরাষ্ট্রে Acer Nitro 7 এর দাম 1000 মার্কিন ডলার (প্রায় 69,500 টাকা)। জুন মাসের আগে অন্যান্য দেশে বিক্রি শুরু হবে এই ল্যাপটপ।
Acer Nitro 5 এ থাকছে FHD IPS ডিসপ্লে। এই ল্যাপটপের পাতলা বেজেলের জন্য থাকছে একটি 17.3 ইঞ্চি ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে থাকছে 9th Gen Inter Core CPU। সাথে থাকছে Nvidia GPU আর দুটি NVMe PCIe SSD আর 32GB DDR4 RAM।
মার্কিন যুন্তরাষ্ট্রে Acer Nitro 5 এর দাম 800 মার্কিন ডলার (প্রায় 55,650 টাকা)।
*প্রতিনিধির নিউ ইয়র্কে লঞ্চ ইভেন্টে যাওয়ার বিমান ভাড়া ও হোটেল খরচ দিয়েছে Acer
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন