মঙ্গলবার ভারতে দুটি নতুন ল্যাপটপ নিয়ে এসেছে Asus। এর মধ্যে প্রথমটি 14 ইঞ্চি ডিসপ্লের Asus VivoBook 14 X412, অন্যটি 15.6 ইঞ্চি ডিসপ্লের Asus Vivobook 15 X512। ভারতে এই দুই ল্যাপটপের দাম শুরু হচ্ছে যথাক্রমে 33,990 টাকা আর 34,990 টাকা থেকে। নতুন ল্যাপটপগুলিতে থাকছে Intel Core i7 প্রসেসর আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স কার্ড।
Flipkart এ Asus VivoBook 14 X412 এর দাম শুরু হচ্ছে 33,990 টাকা থেকে। 15.6 ইঞ্চি Asus Vivobook 15 X512 এর দাম শুরু হচ্ছে 34,990 টাকা থেকে। চারটে রঙে পাওয়া যাবে নতুন ল্যাপটপদুটি।
এই দুটি ল্যাপটপে Windows 10 Home অপারেটিং সিস্টেম চলবে। থাকছে 512GB পর্যন্ত SSD আর 1TB পর্যন্ত HDD ডুয়াল স্টোরেজ অপশন। থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর স্টেরিও স্পিকার। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 802.11ac (Wi-Fi 5), Bluetooth 4.2। ল্যাপটপের ভিতরে রয়েছে 37 Whr ব্যাটারি আর রয়েছে একটি হাই ডেফিনেশন ওয়েবক্যাম।
Asus VivoBook 14 X412 তে রয়েছে 14 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে 12GB পর্যন্ত USB 3.1, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Intel Core i7 ছাড়া AMD Ryzen R5-3500U প্রসেসরেও পাওয়া যাবে এই ল্যাপটপ।
Asus Vivobook 15 X512 ল্যাপটপে থাকছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে 16GB পর্যন্ত USB 3.1, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন