নতুন দুটি গেমিং কি বোর্ড লঞ্চ করল Corsair। বিশ্বব্যাপী সব অথোরাইজড ডিলারের কাছে Corsair Strafe RGB MK.2 ও K70 RGB MK.2 মেকানিকাল গেমিং কি-বোর্ড দুটি পাওয়া যাবে। এছাড়াও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকে এই দুটি কি-বোর্ড কেনা যাবে। এই দুটি কি-বোর্ডেই Cherry MX মেকানিকাল সুইচ ব্যবহার করা হয়েছে। দুটি কি-বোর্ডের প্রত্যেকটি কি এর নীচে আলাদা RGB ব্যাকলাইট থাকছে। এছাড়াও থাকছে 8MB অনবোর্ড প্রোফাইল স্টোরেজ আর ডেডিকেটেড মিডিয়া কি।
iCUE সফটওয়্যার দিয়ে চলবে Corsair Strafe RGB MK.2 আর K70 RGB MK.2। সব iCUE কম্পিটেবেল প্রোডাক্টে একসাথে কানেক্ট করে সিঙ্গেল ইন্টারফেসে এই কি-বোর্ড ব্যবহার করা যাবে। এর মাধ্যমে গ্রাহকরা RGB লাইটিং এ কন্ট্রোল পাবেন, সিস্টেম মনিটারিং এ ম্যাক্রো আর কুলিং কন্ট্রোল করতে পারবেন।
Corsair K70 RGB MK.2 তে Cherry MX সুইচ ব্যবহারের জন্য টাইপিং এ কম আওয়াজ হবে। এই প্রথম কম আওয়াজের কি-বোর্ড লঞ্চ করল Corsair। Cherry MX Red, MX Brown, MX Blue আর Rapidfire MX Speed কি অপশানে Cherry MX সুইচ পাওয়া যাবে। এছাড়াও এই কি-বোর্ড এ রয়েছে USB 2.0 পাস থ্রু পোর্ট, কী এর উপরে টেক্সচার আর অনবড 8MB স্টোরেজ। নিজের মতো সাজিয়ে নেওয়া যাবে এই কি-বোর্ডের RGB লাইট। এছাড়াও নতুন K70 RGB MK.2 SE এডিশানে সিলভার অ্যানোডাইড অ্যালুমিনিয়াম ফ্রেম আর সাদা কি ক্যাপ।
Strafe RGB MK.2 মেকানিকাল কি-বোর্ডে Cherry MX এর সাইলেন্ট কি ব্যবহার হয়েছে। এর সাথেই শুধুমাত্র Cherry MX Red সুইচ অপশানে এই কি-বোর্ড পাওয়া যাবে। এই কি-বোর্ডের বাইরের দিক প্লাস্টিক দিয়ে তৈরী। এর সাথেই থাকছে RGB ব্যাকলাইট, 8MB অনবোর্ড স্টোরেজডিটাচেবেল রিস্ট রেস্ট আর ডেডিকেটেড মিডিয়া কি। এছাড়াও এই কি-বোর্ডে চলবে iCUE সফটওয়্যার।
এই দুটি কি-বোর্ডেই দুই বছরের ওয়্যারিন্টি পাওয়া যাবে। এছাড়াও বিশ্বব্যাপী কাস্টমার সার্ভিস ও টেকনিকাল সাপোর্ট দেবে কোম্পানি। মার্কিন যুক্তরাষ্ট্রে Corsair K70 RGB MK.2 এর দাম $229.99 (প্রায় 15,600 টাকা)। অন্যদিকে Cherry MX Speed আর Cherry MX Silent ভেরিয়েন্টের দাম $239.99 (প্রায় 16,300 টাকা)। Corsair Strafe RGB MK.2 এর দাম $219.99 (প্রায় 14,900 টাকা) আর Cherry MX Red ভেরিয়েন্টের দাম $209.99 (প্রায় 14,200 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন