এলিটগ্ৰুপ কম্পিউটার সিস্টেম (ইসিএস) বাজারে আরও ভালো কিছু প্রোডাক্ট আনার জন্য নতুন আল্ট্রা কম্প্যাক্ট লিভা ব্র্যান্ডের ছোট্ট কম্পিউটার লঞ্চ করেছে. লিভা কিউ নামক এই ছোট্ট কম্পিউটারের বিশেষত্ব হল এটি এতটাই ছোট যে,তা আপনি অতি সহজেই নিজের পকেটে রাখতে পারেন. এতে ইন্টেল আপেল লেক প্রসেসর দেওয়া হয়েছে. রয়াম 4 জিবি.ইএমএমসি স্টোরেজ 64 জিবি. পিসি তে এইচডিএমআই 2.0 পোর্ট আছে. এই কম্পিউটার 4কে সাপোর্ট করে.
কোম্পানির কথা অনুসারে লিভা কিউতে উইন্ডোজ 10 সাপোর্ট দেওয়া হয়েছে. নতুন দিল্লীতে আয়োজিত লঞ্চ ইভেন্টে কোম্পানি জানিয়েছিল যে, লিভা কিউতে ৪ জিবি রয়াম আছে. এর মূল্য মাত্র 15,500 টাকা. যদি অপারেটিং সিস্টেম ছাড়া নেওয়া হয়, তাহলে এর মূল্য দাঁড়াবে 13,500 টাকা.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.