মঙ্গলবার ভারতে কোম্পানির প্রিমিয়াম Envy x360 সিরিজের নতুন ল্যাপটপ লঞ্চ করল HP। নতুন HP Envy x360 ল্যাপটপে থাকবে AMD Ryzen প্রসেসার। পাতলা বেজেল, এজ-টু-এজ ব্যাক্লিট কি-বোর্ড সহ লন হয়েছে নতুন HP Envy x360। এই ল্যাপটপের সাথেই একটি HP Active Pen দিচ্ছে কোম্পানি। নতুন HP Envy x360 ল্যাপটপের সাথেই ভারতে লঞ্চ হয়েছে HP Pavilion Tower 590 ডেস্কটপ, HP Pavilion 15 আলট্রা থিন 15 ইঞ্চি ল্যাপটপ আর HP 15 নোটবুক।
ভারতে নতুন AMD Ryzen প্রসেসারের HP Envy x360 এর দাম 60,990 টাকা। HP Pavilion 15 এর দাম 36,900 টাকা আর HP Pavilion Tower 590 ডেস্কটপ এর দাম 22,990 টাকা।
ইতিমধ্যেই ভারতে HP অনলাইন স্টোর থেকে নতুন HP Envy x360 প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। এছাড়াও একটি HP Envy টপ লোড ব্যাগ লঞ্চ হয়েছে। এই ব্যাগের দাম 3,999 টাকা।
HP Envy x360 ল্যাপটপের ভিতরে থাকবে একটি AMD Ryzen 3 অথবা Ryzen 5 প্রসেসার। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত SSD। AMD Radeon Vega 6 অথবা Vega 8 গ্রাফিক্স কার্ড সহ পাওয়া যাবে এই ল্যাপটপ। কোম্পানি জানিয়েছে মাত্র 45 মিনিটে 50 শতাংশ চার্জ হবে এই ল্যাপটপ। এই ল্যাপটপে চলবে Windows 10 অপারেটিং সিস্টেম। নতুন HP Envy x360 এর ওজন 1.3 কিলোগ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন