ভারতে ZBook সিরিজের একগুচ্ছ আপডেটের ল্যাপটপ লঞ্চ করল HP। বুধবার এই সিরিজের পাঁচটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে মার্কিন কোম্পানিটি। ভারতে লঞ্চ হওয়া নতুন ল্যাপটপগুলি হল HP ZBook 14U G6, HP ZBook 15U G6, HP ZBook Studio X360, HP ZBook 15 G6, আর HP ZBook 17 G6। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন এই ল্যাপ্টপগুলি লঞ্চ করেছে HP। এই ল্যাপটপগুলিতে সুরক্ষার জন্য থাকছে একগুচ্ছ ফিচার, সাথে থাকছে ফাস্ট চার্জিং।
HP ZBook 14U G6 ল্যাপটপে থাকছে একটি 14 ইঞ্চি UHD IPS অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে। অন্যদিকে HP ZBook 15U তে থাকছে একটি 15 ইঞ্চি UDH ডিসপ্লে। দুইটি ল্যাপটপে থাকছে 8th Gen Inten i7 প্রসেসর, 32GB RAM আর 2TB SSD।
HP ZBook 14U G6 এর দাম শুরু হচ্ছে 98,900 টাকা থেকে। HP ZBook 15U এর দাম শুরু হচ্ছে 96,990 টাকা থেকে।
HP ZBook 15 G6 ল্যাপটপে থাকছে একটি 15.6 ইঞ্চি UHD অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে। একই রেসোলিউশানে HP ZBook 17 G6 ল্যাপটপে থাকছে একটি 17.3 ইঞ্চি ডিসপ্লে। দুটি ল্যাপটপে রয়েছে 9th Gen Intel Xeon প্রসেসর। সাথে থাকছে 128GB RAM আর 2TB SSD। দুটি ল্যাপটপের সাথেই থাকছে 4GB Nvidia Quadro T1000 GPU.
HP ZBook 15 G6 এর দাম শুরু হচ্ছে 1,21,900 টাকা থেকে। অন্যদিকে HP ZBook 17 G6 এর দাম শুরু হচ্ছে 1,67,900 টাকা থেকে।
HP ZBook Studio X360 ল্যাপটপে থাকছে 15.6 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 4। 8th Gen Intel i9 অথবা Intel Xeon প্রসেসরে চলবে এই ল্যাপটপ। সাথে থাকছে 64GB RAM আর 4TB SSD। থাকছে 4GB Nvidia Quadro P2000 GPU।
HP ZBook Studio X360 এর দাম শুরু হচ্ছে 1,59,900 টাকা থেকে। HP অফিশিয়াল ওয়েবসাইট আর HP ওয়ার্ল্ড স্টোর থেকে এই ল্যাপটপগুলি পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন