নিঃশব্দে ভারতের বাজারে নিজেদের স্টোর খুললো Nvidia। অন্যন্য দোকানের থেকে অনেক কম দামে এখানে গ্রাফিক্স কার্ড বিক্রি করছে Nvidia। কোম্পানির ভারতের ওয়েবসাইটে লঞ্চ হয়েছে এই স্টোর। আর এখানেই বিশাল ডিসকাউন্টে গ্রাফিক্স কার্ড বিক্রি করছে জনপ্রিয় এই কোম্পানিটি।
এখানে বাজারের থেকে অনেকটাই কম দামে কেনা যাবে GeForce GTX 1060, GTX 1070, GTX 1080, আর GTX 1080 Ti এর মতো গ্রাফিক্সকার্ডগুলি। অ্যামাজনে কোম্পানির GTX 1060 এর দাম 33,000 টাকা। অন্যদিকে Nvidia GeForce GTX 1060 Founders Edition পাওয়া যাচ্ছে মাত্র 24,500 টাকায়। GTX 1070 গ্রাফিক্স কার্ডেও একই রকমের দামের তফাৎ দেখা গিয়েছে। নিজেদের ওয়েব স্টোরে বাজারের থেকে গ্রায় 20,000 টাকা কমে GeForce GTX 1080 বিক্রি করছে Nvidia।
তবে শুধুমাত্র Nvidia অনলাইন স্টোরে এই দামের পার্থক্য দেখা যাচ্ছে না। মুম্বাই বা দিল্লির সেরা কম্পিউটার পার্টসের দোকানে ফোন করেও আমরা এই রকম কম দামই পেয়েছি।
দাম কমাকে আমরা স্বাগত জানালেও এটা দেখে আমরা হতবাক যে এই পরিস্থিতি এতোদিন কোম্পানি কিভাবে মেনে নিয়েছে? যদিও কিভাবে এতো কম দামে কোম্পানি গ্রাফিক্স কার্ডগুলি বিক্রি করছে তা জানায়নি Nividia। সম্প্রতি লঞ্চ হয়েছে কোম্পানির বাজেট গ্রাফিক্স কার্ড GeForce GTX 1050 3GB।
কেন এই দামেই অন্য জায়গাতে Nvidia কার্ড পাওয়া যাচ্ছে না? স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। এছাড়াও পরের Volta জেনারেশানের কার্ডেও কি কোম্পানি দাম ঠিক রাখতে পারবে? আমাদের তরফ থেকে Nvidia কে এই প্রশ্ন করা হলে মন্তব্যে নারাজ থেকেছে কোম্পানি।
যদিও সাপ্লাই চেনের এক সূত্র মারফত জানানো হয়েছে বিটকয়েন মাইনিং এ কন্ট্রোল রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে Nvidia। যারা বিটকয়েন মাইন করেন না তারা সাধারণত GTX 1030 ও 1050 সিরিজের গ্রাফিক্স কার্ড কেনেন। আর সেখানেই এবার দাম কমিয়ে লাভ ওঠাতে চাইছে Nvidia। কেউ আবার বলছেন খুব শিঘই লঞ্চ হবে Volta সিরিজের নতুন গ্রাফিক্স কার্ড।
If you're a fan of video games, check out Transition, Gadgets 360's gaming podcast. You can listen to it via Apple Podcasts or RSS, or just listen to this week's episode by hitting the play button below.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন