চিনে নতুন Mi Notebook লঞ্চ করল Xiaomi। প্রসঙ্গত ইতিমধ্যেই সেই দেশের বাজারে কোম্পানির Mi Notebook Air, Mi Notebook Pro আর Mi Gaming Laptop সিরিজের ল্যাপটপগুলি বিক্রি হয়। নতুন Mi Notebook এ রয়েছে 8th Generation Intel Core i7 প্রসেসার, SSD স্টোরেজ আর 15.6 ইঞ্চি ডিসপ্লে। নতুন Xiaomi Mi Notebook তে 2GB Nvidia GeForce MX110 GPU আর 8GB পর্যন্ত RAM থাকবে।
তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে নতুন Mi Notebook। বেস মডেলে থাকবে 4GB RAM আর 8th Generation Intel Core i5 প্রসেসার। এর মডেলের দাম 3999 ইউয়ান (প্রায় 40,700 টাকা)। এর পরের মডেলে থাকবে 8GB RAM আর 8th Generation Intel Core i5 প্রসেসার। এই মডেলের দাম 4499 ইউয়ান (প্রায় 45,800 টাকা)। আর হাই এন্ড মডেলে থাকবে 8GB RAM আর 8th Generation Intel Core i7 প্রসেসার। হাই এন্ড এই মডেলের দাম 4999 ইউয়ান (প্রায় 50,900 টাকা)। 28 অগাস্ট থেকে চিনে এই ল্যাপটপগুলি বিক্রি শুরু হবে। তবে ভারতের বাজারে কবে এই ল্যাপটপ আসবে তা জানায়নি Xiaomi।
Xiaomi Mi Notebook এর অন্যতম প্রধান আকর্ষন ল্যাপটপের 15.6 ইঞ্চি Full HD অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে। এর সাথেই এই ল্যাপটপে থাকবে 8th Generation Intel Core i7 আর Core i5 প্রসেসার। সাথে থাকবে Nvidia GeForce MX110 GPU আর 4GB/8GB RAM। Mi Notebook এর কি-বোর্ডে আলাদা নম্বর প্যাড থাকবে। ল্যাপটপকে ঠান্ডা রাখার জন্য একটি কপার চ্যানেলে ডুয়াল ফ্যান লেআউট ব্যবহার হুয়েছে। এর সাথেই Mi Notebook এ থাকবে 3W Dolby সারাউন্ড সাউন্ড।
Mi Notebook এ 128GB SSD আর 1TB HDD থাকবে। কানেক্টিভিটির জন্য থাকবে একটি HDMI, দুটি করে USB 2.0 আর USB 3.0, একটি ইথারনেট ও একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। অয়্যারলেস কানেক্টিভিটির জন্য থাকবে WiFi আর Bluetooth। ধুসর ও সাদা রঙে পাওয়া যাবে Xiaomi Mi Notebook।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন