Photo Credit: GizChina
একটি নতুন ল্যাপটপ বাজারে নিয়ে এল Xiaomi। কোম্পানির নতুন এই ল্যাপটপের নাম Mi Notebook Youth Edition। Mi Notebook এর থেকে একটি কম স্পেসিফিকেশানে এই ল্যাপটপ লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। প্রধানত ছাত্রদের কথা মাথায় রেখে কম দামে লঞ্চ হয়েছে এই ল্যাপটপ। গত মাসে লঞ্চ হওয়া Mi Notebook এ ছিল অষ্টম জেনারেশানের i7 প্রসেসার আর 8GB RAM। Mi Notebook Youth Edition এ রয়েছে একটি 15.6 ইঞ্চি ডিসপ্লে, তবে এই ল্যাপটপের ভিতরে থাকবে একটি i5 প্রসেসার। এর সাথেই থাকবে 128GB SSD আর 1TB পর্যন্ত হার্ড ড্রাইভ। একই ইভেন্টে একটি স্মার্ট অ্যালার্ম ঘড়ি লঞ্চ করেছে Xiaomi। এই অ্যালার্ম ঘড়িতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ভয়েস অ্যাসিস্টেন্ট কাজ করবে। কন্ঠস্বরের মাধ্যমে এই ঘড়িতে 30 টি আলাদা অ্যালার্ম সেট করা সম্ভব। এছাড়াও এই ঘড়িও থেকেই আবহাওয়া খর ও শেয়ার বাজারের আপডেট পাওয়া যাবে।
Mi Notebook Youth Editionতে রয়েছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে থাকবে অষ্টম জেনারেশান i5 প্রসেসার, 2GB Nvidia GeForce MX110 গ্রাফিক্স কার্ড আর 8GB পর্যন্ত RAM। এর সাথেই থাকবে 128GB SSD আর 1TB পর্যন্ত হার্ড ড্রাইভ।
Mi Notebook Youth Edition ল্যাপটপে ডুয়াল কুলিং সিস্টেম ব্যবহার করেছে Xiaomi। এই টেকনোলজিতে দুটি আলাদা পাইপের মাধ্যমে প্রসেসার ঠান্ডা রাখার কাজ করা হবে। Mi Notebook Youth Edition তে থাকবে USB 2.0, Gigabit ইথারনেট পোর্ট, HDMI ইন্টারফেস, 3.5 মিমি হেডফোন জ্যাক আর USB 3.0 পোর্ট। এছাড়াও রয়েছে একটি থ্রি ইন ওয়ান কার্ড রিডার।
Mi Notebook Youth Edition ল্যাপটপে ডুয়াল 3W স্পিকার ব্যবহার করেছে Xiaomi। এর সাথেই একটি সম্পূর্ণ আলাদা কি-বোর্ড থাকবে। 19.9 মিমি চওড়া এই ল্যাপটপের দাম 4,599 ইউয়ান (প্রায় 48,500 টাকা)। তবে কবে থেকে এই ল্যাপটপ পাওয়া যাবে তা জানায়নি Xiaomi।
অন্যদিকে স্মার্ট অ্যালার্ম ঘড়িটির দাম 149 ইউয়ান (প্রায় 1,6000 টাকা)। এই দুটি প্রোডাক্ট কবে ভারতে আসবে তা জানানো হয়নি Xiaomi –র তরফ থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন