লঞ্চ হল Xiaomi-র নতুন রাউটার Mi Router 4C। চিনে এই রাউটার লঞ্চ করেছে Xiaomi। গত বছর লঞ্চ হওয়া Mi Router এর পরবর্তী জেনারেশানের রাউটার এটি। APP স্মার্ট ম্যানেজমেন্ট সহ Mi Router 4C তে 64MB মেমোরি ব্যবহার করা হয়েছে। এর সাথেই চারটি ওমনি ডিরেকশানাল অ্যান্টেনা ব্যবহার হয়েছে। Xiaomi Mi Router 4C এর দাম 99 ইউয়ান (প্রায় 1,000 টাকা)।
সোমবার থেকে এই রাউটার বিক্রি শুরু করবে Xiaomi। চিনে একাধিক ওয়েবসাইট ও কোম্পানির স্টোর থেকে এই রাউটার কেনা যাবে। সাদা রঙে Mi Router 4C পাওয়া যাবে। Xiaomi Mi Router 4 এর সাথে নতুন এই রাউটারের ডিজাইন অনেকটাই মিলে যাচ্ছে। এর সাথেই Mi Router 4C তে 64 MB মেমরি থাকবে। যদিও Mi Router 4 এ 128MB মেমোরি পাওয়া যায়। Android ও iOS ডিভাইসে এই রাউটার সাপোর্ট করবে।
যদিও কত স্পিডে এই রাউটারে ডাটা ট্ট্রান্সফার করা যাবে সেই কথা জানায়নি Xiaomi। এর সাথেই কত দূর থেকে Mi Router 4C ব্যবহার করা যাবে সেই কথাও গোপন রেখে Xiaomi। তবে একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে Mi Router 4 এর মতোই কাজ করবে নতুন Mi Router 4C।
গত মাসে Mi Router 4Q লঞ্চ করেছিল Xiaomi। এই রাউটারে Qualcomm QC8561 প্রসেসার, সিঙ্গেল ব্যান্ড (2.4GHz) Wi-Fi 802.11 b/g/nব্যবহার হয়েছিল। এর সাথেই Mi Router 4Q তে রয়েছে 64MB আর 16 MB স্টোরেজ। চিনে Mi Router 4Q এর দাম 89 ইউয়ান (প্রায় 900 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন