শুরু হল Amazon Fab Phone Fest। এই সেল এ একাধিক জনপ্রিয় স্মার্টফোনে আকর্ষনীয় ছাড় নিয়ে হাজির হয়েছে ই-কমার্স জায়েন্ট। বিভিন্ন স্মার্টফোনে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। 5 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত চলবে এই সেল। HDFC কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 5 শতাংশ ছাড়। এই সেলে সস্তা হয়েছে Xiaomi Mi A2, Samsung Galaxy Note 8, Redmi Note 5 Pro, Redmi Y2 আর Realme U1 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি।
Amazon সেল এ OnePlus 6T কিনলে এক্সচেঞ্জে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। সাথে থাকছে নো-কস্ট ইএমআই। HDFC কার্ডে থাকছে অতিরিক্ত 5 শতাংশ ছাড়। 6GB RAM + 128GB স্টোরেজে OnePlus 6T কিনতে খরচ হবে 37,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে OnePlus 6T এর দাম 41,999 টাকা।
এই সেলে সস্তা হয়েছে Redmi Y2। মাত্র 7,999 টাকায় এই ফোনের 3GB RAM বেস ভেরিয়েন্ট পাওয়া যাবে। 4GB RAM ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 9,999 টাকা।
Amazon Fab Phone Fest এ সস্তা হয়েছে 2018 সালের সবথেকে জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 5 Pro। মাত্র 10,999 টাকায় এই ফোনের 4GB RAM ভেরিয়েন্ট পাওয়া যাবে। 6GB RAM ভেরিয়েন্টে Redmi Note 5 Pro কিনতে 12,999 টাকা খরচ হবে।
Mi A2 ফোনের দাম কমে মাত্র 11,999 টাকায় পাওয়া যাচ্ছে। 6GB RAM ভেরিয়েন্টে Mi A2 কিনতে খরচ হবে 14,999 টাকা। এছাড়াও এই সেলে সস্তা হয়েছে Samsung Galaxy S8 আর Realme U1 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি। মাত্র 39,999 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy S8। 1,000 টাকা সস্তা হয়েছে Realme U1 ফোনের সব ভেরিয়েন্ট। এছাড়াও সস্তা হয়েছে Redmi 6 Pro, Redmi 6, Honor 8C।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন