2,000 টাকা সস্তা হল Asus ZenFone Max M1 আর ZenFone Lite L1। শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা করেছে Asus। কোম্পানি জানিয়েছে ইতিমধ্যেই নতুন দামে Flipkart থেকে এই দুটি ফোন পাওয়া যাচ্ছে। গত বছর অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Asus ZenFone Max M1 আর ZenFone Lite L1।
দাম কমে ভারতে Asus ZenFone Max M1 কিনতে 6,999 টাকা খরচ হবে। অন্যদিকে ZenFone Lite L1 কিনতে 4,999 টাকা খরচ হবে।
Asus ZenFone Max M1 ফোনে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। ZenFone Max M1 ফোনে থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 430 চিপসেট, 3GB RAM, 32GB স্টোরেজ আর microSD কার্ড স্লট।
ZenFone Max M1 ফোনের পিছনে একটি 13MP ক্যামেরা থাকবে। সাথে থাকবে PDAF আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে একটি 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য ZenFone Max M1 ফোনে রয়েছে Wi-Fi 80211 b/g/n, Bluetooth v4.0, APGPS, GPS, GLONASS। ZenFone Max M1 ফোনে থাকবে 4000 mAh ব্যাটারি।
Asus ZenFone Lite L1 ফোনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। এছাড়াও এই স্মার্টফোনে থাকছে 2GB RAM আর 16GB স্টোরেজ। তবে ZenFone Lite L1 ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না। পরিবর্তে থাকবে ফেস আনলক। ZenFone Lite L1ফোনের ব্যাটারি 3000 mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন