Photo Credit: Twitter/ Ishan Agarwal
ইন্টারনেটে ফাঁস হওয়া নতুন ছবিতে দেখা গিয়েছে Asus ZenFone Max Pro M2 তে রয়েছে ডুয়াল ক্যামেরা সেন্সার। এছাড়াও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর সামনে ডিসপ্লের উপরে নচ দেখা গিয়েছে। এই ছবিতে ডুয়াল ক্যামেরায় এই ফোন দেখা গেলেও জানানো হয়েছে একটি ত্রিপল ক্যামেরা ভেরিয়েন্টে পাওয়া যাবে Asus ZenFone Max Pro M2।
আগামী 11 ডিসেম্বর ইন্দোনেশিয়ায় Asus ZenFone Max Pro M2 লঞ্চের কথা জানিয়েছে Asus। এবার কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই ফোনের ঝলক প্রকাশিত হল। নতুন এই ছবিতে দেখা গিয়েছে নতুন Asus ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এছাড়াও ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। প্রসঙ্গত Asus ZenFone Max Pro M1 ফোনের ডিসপ্লের উপরে কোন নচ ছিল না।
ইন্দোনেশিয়ায় কোম্পানির টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে Asus ZenFone Max Pro M2 ফোনের উপরের অংশ সামনে ও পিছন থেকে দেখা যাচ্ছে। সেখানে ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। এছাড়াও ডিসপ্লের উপরে দেখা গিয়েছে কালো নচ।
একাধিক রিপোর্টে জানা গিয়েছে দুটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে Asus ZenFone Max Pro M2। একটি ভেরিয়েন্টে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, 13MP সেলফি ক্যামেরা, 4GB RAM, 32GB/64GB স্টোরেজ আর Snapdragon 660 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। অন্য ভেরিয়েন্টে বাকি সব হার্ডওয়্যার এক থাকলেও ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা আর Snapdragon 636 চিপসেট। তবে এই ফোন কবে ভারতে আসবে তা জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন