বিগত কয়েক বছর ধরে বিশাল আকার নিয়েছে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার। গত কয়েক বছর ধরেই ক্রমশ উর্ধমূখী হয়েছে স্মার্টফোনের চাহিদা। আবশেষে সেই চাহিদায় ভাঁটা পড়ল। 2018 সালে এই প্রথম সারা দুনিয়ায় স্মার্টফোনের চাহিতা কমেছে। সম্প্রতি এই সমীক্ষার রিপোর্টে এই কথা জানিয়েছে গবেষনা সংস্থা কাউন্টারপয়েন্ট।
সম্প্রতি শেষ হওয়া এই সমীক্ষা রিপোর্টে কাউন্টারপয়েন্ট জানিয়েছে 2018 সালের শেষে সারা বিশ্বে স্মার্টফোনের চাহিদা কমবে 1.3 শতাংশ। এই প্রথম স্মার্টফোনের ইতিহাসে চাহিদা কমতে দেখা গেল।
গত বছরের শেষ দিক থেকে সব স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার বিক্রি কমতে শুরু করে। 2017 সাল থেকে শুরু করে এখনো একইভাবে কমে চলেছে স্মার্টফোন চাহিদা।
সম্প্রতি iPhone X থেকে কোম্পানির স্মার্টফোনের দাম এক ধাপে অনেকটা বাড়িয়ে দিয়েছে Apple। এর ফলেই একবার ফোন কিনলে সেই ফোন অনেক বেশিদিন ব্যবহার করতে চাইছেন গ্রাহক। এর ফলেই ক্রমশ কমছে বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবহার। এছাড়াও ভারত ও লাতিন আমেরিয়াকার একাধিক দেশে হঠাৎ করে টাকার দাম কমে যাওয়ার কারনে বেড়েছে টাকার দাম। তাই দাম বেড়েছে স্মার্টফোনে। আর তার প্রভাব সরাসরি পড়েছে স্মার্টফোন বাজারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন