গত সপ্তাহে I/O 2019 ইভেন্টে লঞ্চ হয়েছে Google Pixel 3a আর Pixel 3a XL। এই দুটি ফোনে রয়েছে দুর্দান্ত ক্যামেরা, গুগল এর নিজস্ব সফটওয়্যার অপটিমাইজেশান আত্র মিডরেঞ্জ চিপসেট। মিডরেঞ্জ প্রিমিয়াম সেগমেন্টে Apple, Samsuing, OnePlus এর সাথে প্রতিযোগিতায় এই দুটি ফোন লঞ্চ করেছে Google।
Google Pixel 3a এর দাম 39,999 টাকা। Pixel 3a XL এর দাম 44,999 টাকা। দুটি ফোনেই থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ। বুধবার মধ্য থেকে ভারতে বিক্রি শুরু হয়েছে। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই দুটি বাজেট স্মার্টফোন। বিশ্বব্যাপী তিনটি রঙে পাওয়া গেলেও ভারতে দুটি রঙে যাবে Pixel 3a আর Pixel 3a XL।
HDFC গ্রাহকরা Google Pixel 3a আর Pixel 3a XL কিনলে অতিরিক্ত 10 শতাংশ (4,000 টাকা পর্যন্ত) ছাড় পাবেন। 14 জুন পর্যন্ত এই অফার চলবে। আপনি Flipkart Plus মেম্বার হলে 20 পয়েন্ট রিডিম করে 1,000 টাকা ডিসকাউন্ট পাবেন। এর ফলে 34,999 টাকায় কেনা যাবে Google Pixel 3a।
এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার ও নো কস্ট ইএমআই এর সুবিধা।
বাজেট সেগমেন্টের ফোনের হার্ডওয়্যার ব্যবহার করে এই দুই ফোন তৈরী করেছে Google। ভারতে ডুয়াল সিম ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। Airtel ও Jio ই-সিম ব্যবহার করে ডুয়াল সিম ফিচার কাজ করবে। Pixel 3a আর Pixel 3a XL ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। অন্তত তিন বছর এই ফোনে নিয়মিত সফটওয়্যার আপডেট পাঠাবে সার্চ ইঞ্জিন কোম্পানিটি।
দুটি ফোনের ভিতরে থাকছে Snapdragon 670 চিপসেট। গত বছর এই চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। Pixel 3a আর Pixel 3a XL ফোনে থাকছে 4GB RAM আর 64GB স্টোরেজ। Pixel 3a তে থাকছে একটি 5.6 ইঞ্চি FHD+ gOLED ডিসপ্লে। অন্যদিকে Pixel 3a XL ফোনে থাকছে 6 ইঞ্চি FHD+ gOLED ডিসপ্লে।
Pixel 3a আর Pixel 3a XL ফোনের পিছনে থাকবে একটি 12.2 মেগাপিক্সেল ডুয়াল পিক্সেল Sony IMX363 সেন্সার। এই ক্যামেরায় অপ্টিকাল ও ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশান থাকছে। Pixel 3 আর Pixel 3 XL এর মতোই কম আলোতে ছবি তোলার জন্য Pixel 3a আর Pixel 3a XL ফোনে থাকছে Night Sight মোড। এই ক্যামেরায় 30fps 4K ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
Pixel 3a ফোনে রয়েছে একটি 3,000 mAh ব্যাটারি। অন্যদিকে Pixel 3a XL ফোনে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি। দুটি ফোনের সাথেই থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Pixel 3a আর Pixel 3a XL ফোনে থাকবে 4G VoLTE, Wi-FI 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন