অবশেষে ভারতে লঞ্চ হল Honor 9X। 2019 সালে চিনে এই স্মার্টফোন লঞ্চ হয়েছিল। মঙ্গলবার নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে এই স্মার্টফোন লঞ্চ করল চিনের কোম্পানিটি। Honor 9X এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ফোনের পিছনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আর থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। একই সাথে ভারতে দুটি ফিটনেস ওয়্যারেবল ডিভাইস লঞ্চ করেছে Honor। Honor 9X এর সাথেই মঙ্গলবার ভারতে এসেছে Honor Magic Watch 2 স্মার্টওয়াচ, Honor Band 5i ফিটনেস ব্যান্ড, Honor Sport Pro ও Honor Sport ব্লুটুথ ইয়ারফোন।
Honor 9X এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 128GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। 20 জানুয়ারি Flipkart থেকে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
Honor 9X ফোনে একটি 6.59 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Kirin 710F চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Honor 9X ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্স। সঙ্গে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 9X ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। Honor 9X ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ওজন 196.8 গ্রাম।
আরও পড়ুন:
Flipkart Republic Day Sale: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন