অবশেষে লঞ্চ হল Huawei Nova 5 সিরিজ। শুক্রবার চিনে নতুন সিরিজে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Huawei। এই ফোনগুলি হল Huawei Nova 5, Nova 5 Pro আর Nova 5i। এই ফোনগুলিতে ব্যবয়াহ্র হয়েছে কোম্পানির নতুন Kirin 810 চিপসেট। একই ইভেন্টে নতুন 7 ন্যানোমিটার চিপসেট সামনে এনেছে চিনের কোম্পানিটি।
Huawei Nova 5 আর Nova 5 Po ফোনে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। অন্যুদিকে Huawei Nova 5i ফোনে থাকছে হোল পাঞ্চ ডিসপ্লে। এই লঞ্চ ইভেন্টে Huawei জানিয়েছে 30 মে পর্যন্ত বিশ্বব্যাপী 10 কোটি স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানি।
Huawei Nova 5 Pro এর দাম শুরু হচ্ছে 2,999 ইউয়ান (প্রায় 30,100 টাকা) থেকে। Nova 5 এর দাম শুরু হচ্ছে 2,799 ইউয়ান (প্রায় 28,100 টাকা) থেকে। আর Nova 5i এর দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,100 টাকা) থেকে। এখাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই তিনটি স্মার্টফোন।
ডুয়াল সিম Huawei Nova 5 আর Nova 5 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই দুই ফোনে রয়েছে 6.39 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। থাকছে ডিসি ডিমিং সাপোর্ট। Huawei Nova 5 ফোনে থাকছে Kirin 810 চিপসেট। অন্যদিকে Nova 5 Pro ফোনে থাকবে Korin 980 চিপসেট। দুটি ফোনেই থাকছে 8GB RAM আর 256GB স্টোরেজ।
Huawei Nova 5 আর Nova 5 Pro ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই দুই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
দুটি ফোনের ভিতরেই থাকছে 3,500 mAh ব্যাটারি আর 40W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোন দুটির ওজন 171 গ্রাম।
ডুয়াল সিম Huawei Nova 5i ফোনেও Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin 710 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।
Huawei Nova 5i ফোনে থাকছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলটা ওয়াইড ক্যামেরা। 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই দুই ফোনের সামনে থাকছে 24 মেগাপিক্সেল ক্যামেরা।
Huawei Nova 5i ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 4.2, USB Type-C, 4G LTE।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন