লঞ্চ হল Huawei P30 Pro আর Huawei P30। মঙ্গলবার প্যারিসে এক অনুষ্ঠানে লঞ্চ হয়ে কোম্পানির P সিরিজের লেটেস্ট দুটি স্মার্টফোন। কোম্পানি জানিয়েছে Huawei P30 Pro আর Huawei P30 ফোনে রয়েছে “বিশ্বের সবথেকে আধুনিক ক্যামেরা”। Huawei P30 Pro ফোনে থাকছে চারটি ক্যামেরা অন্যদিকে Huawei P30 ফোনে থাকছে তিনটি ক্যামেরা। Huawei P30 Pro আর P30 ফোনের ক্যামেরায় থাকছে 5X অপ্টিকাল জুম। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে এই দুটি স্মার্টফোন।
Huawei P30 এর দাম শুরু হচ্ছে 799 ইউরো (প্রায় 62,200 টাকা) থেকে। Huawei P30 Pro ফোনের দাম শুরু হচ্ছে 999 ইউরো (প্রায় 77,800 টাকা) থেকে। 512GB স্টোরেজে Huawei P30 Pro কিনতে 1,249 ইউরো (প্রায় 97,300 টাকা) খরচ হবে। আপাতত ইউরোপে লঞ্চ হলেও Huawei জানিয়েছে শিঘ্রই ভারতে লঞ্চ হবে এই দুটি স্মার্টফোন। ইতিমধ্যেই ভারতে Amazon ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে।
Huawei P30 Pro আর P30 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.1 স্কিন। P30 Pro ফোনে থাকছে 6.47 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। P30 ফোনে থাকছে 6.1 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। দুটি ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।
এই দুটি ফোনে ফোন করার জন্য কোন ইয়ারপিস থাকছে না। পরিবর্তে এই ফোনের ডিসপ্লে ভাইব্রাশানের মাধ্যমে ফোনের কথা শোনা যাবে। LG G8 ThinQ ফোনে একই প্রযুক্তি ব্যবহার হয়েছিল।
Huawei P30 Pro আর P30 ফোনের ভিতরে থাকছে কোম্পানির ফ্ল্যাগশিপ প্রসেসার Kirin 980। সাথে থাকছে Mali-G76 GPU। Huawei P30 Pro ফোনে থাকছে 8GB পর্যন্ত RAM আর P30 ফোনে থাকছে 6GB পর্যন্ত RAM। দুটি ফোনেই থাকছে 512GB পর্যন্ত স্টোরেজ।
Huawei P30 ফোনের ভিতরে থাকছে একটি 3,650 mAh ব্যাটারি। অন্যদিকে P30 Pro ফোনে থাকছে তুলনামুলক বড় 4,200 mAh ব্যাটারি। দুটি ফোনেই থাকছে IP-68 রেটিং।
Huawei P30 Pro ফোনে থাকছে চারটি ক্যামেরা। থাকছে একটি 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 20 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। থাকছে একটি 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি টাইম অফ ফ্লাইট ক্যামেরা। থাকছে ডুয়াল অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ডটাইম অফ ফ্লাইট ক্যামেরা ছাড়া P30 ফোনে একই ক্যামেরা থাকছে। Huawei P30 ফোনে থাকছে তিনটি ক্যামেরা।
সেলফি তোলার জন্য Huawei P30 Pro আর P30 ফোনে থাকছে 32 মেগাপিক্সেল সেন্সার। Huawei P30 ফোনে সর্বোচ্চ 204,800 ISO ও Huawei P30 Pro ফোনে সর্বোচ্চ 409,600 ISO ব্যবহার করে ছবি তোলা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন