আকাশছোঁয়া দামের জন্য এতদিন লেটেস্ট iPhone মডেল কেনার স্বপ্ন পূরণ হয়নি? অবশেষে আপনার জন্য সুখবর নিয়ে এসেছে Apple। শুক্রবার থেকে এক ধাক্কায় 24,500 টাকা পর্যন্ত সস্তা হচ্ছে iPhone XR। এতদিন ভারতে iPhone XR ফোনের বেস ভেরিয়েন্টের দাম ছিল 76,900 টাকা। সস্তা হয়ে 59,900 টাকায় পাওয়া যাবে এই ফোন। টপ ভেরিয়েন্টের দাম 91,900 টাকা থেকে কবে হয়েছে 74,900 টাকা। নতুন দামের উপরে HDFC ব্যাঙ্ক গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। শুক্রবার থেকে নতুন দাম প্রযোজ্য হবে।
সম্প্রতি iPhone XR কে টেক্কা দিতে একই ডিসপ্লে সাইজে তুলনামুলক ভালো কনফিগারেশনে লঞ্চ হয়েছে Sansung Galaxy S10e। নতুন দামে Galaxy S10e এর সাথে সরাসরি প্রতিযোগিতায় নেমে পড়ল Apple।
iPhone XR Model | MRP | নতুন দাম | HDFC গ্রাহকদের জন্য বিশেষ দাম |
---|---|---|---|
iPhone XR 64GB | 76,900 টাকা | 59,900 টাকা | 53,900 টাকা |
iPhone XR 128GB | 81,900 টাকা | 64,900 টাকা | 58,400 টাকা |
iPhone XR 256GB | 91,900 টাকা | 74,900 টাকা | 67,400 টাকা |
iPhone XR তে থাকবে লেটেস্ট iOS 12 অপারেটিং সিস্টেম। এর সাথেই iPhone XRএ থাকবে ডুয়াল সিম স্ট্যান্ড বাই। iPhone XRএ থাকবে একটি 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে। সাথে থাকবে ট্রু ডেপ্ত ল্যামেরা আর Face ID। তবে iPhone XR থেকে বাদ গিয়েছে থ্রি ডি টাচ।
iPhone XR এর ভিতরে রয়েছে নতুন 6 কোর A12 বায়োনিক চিপ। যা আগের থেকে 15 শাতাংশ ফাস্ট। লেটেস্ট 7Nm আর্কিটেকচারে তৈরী হয়েছে এই প্রসেসার। কোম্পানির দাবি এটি এই মুহুর্তে সবথেকে শক্তিশালী মোবাইল প্রসেসার।
64GB, 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে iPhone XR। iPhone XS ও iPhone XS Max তে স্টেনলেস স্টিল বডি থাকলেও iPhone XR এ থাকবে অ্যালুমিনিয়াল বডি।
iPhone XR তে থাকবে সিঙ্গেল রিয়াল ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরায় থাকবে একটি 12MP সেন্সার। ফোনের সামনে থাকবে একটি ট্রু ডেপ্ত ফ্রন্ট ক্যামেরা। এর সাথেই থাকবে একাধিক ফেস আনলক সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন