জুলাই মাসে স্পেনে লঞ্চ হয়েছিল Mi A3। এবার ভারতে আসতে চলেছে Xiaomi -র Android One সিরিজের এই স্মার্টফোন। সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে Xiaomi। 23 সেকেন্ডের এই ভিডিওতে নতুন ফোন সম্পর্কে কোন তথ্য জানানো না হলেও ভিডিওতে এই ফোনের লুক সামনে এসেছে। এই ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম দেখা গিয়েছে।
Mi A3 ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর Snapdragon 665 চিপসেট, 6GB RAM আর ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Mi A3 ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Mi A3 ফোনে চলবে স্টক অ্যানড্রয়েড।
Ok Mi fans, let's play a quick game!
— Mi India for #MiFans (@XiaomiIndia) August 12, 2019
Lucky winner gets the upcoming #Xiaomi device. Just watch the full video and answer the question that comes with #XiaomiAndroidOne & tag @manukumarjain.
RT & make this reach every #MiFan. pic.twitter.com/iVOx8AcrO9
স্পেনে 64GB ভেরিয়েন্টে Mi A3 এর দাম 249 ইউরো (প্রায় 19,200 টাকা)। অন্যদিকে 128GB স্টোরেজে Mi A3 কিনতে 279 ইউরো (প্রায় 21,500 টাকা) খরচ হবে। টিজার লঞ্চ হলেও ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।
Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেল চলবে। এই ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে।ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Mi A3 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Mi A3 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন