ভারতে নতুন তিনটি ফোন বিক্রি শুরু করল Nokia। Nokia 2.1, Nokia 3.1 3GB RAM ভেরিয়েন্ট আর Nokia 5.1 ফোন তিনটি ভারতে বিক্রি শুরু করেছে HMD Global। বৃহষ্পতিবার ভারিতে এই তিনতী ফোন লঞ্চ করা হয়েছিল। গত মাসেই ভারতে Nokia 3.1 2GB RAM ভেরিয়েন্ট লঞ্চ হয়েছিল। এই তিনটি ফোনেই লেটেস্ট Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। এর মধ্যে Nokia 2.1 ফোনে Android Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম দেখা যাবে।
ভারতে Nokia 2.1 এর দাম 6,999 টাকা। তিনটি মেটালিক কালার ভেরিয়েন্টে ভারতে Nokia 2.1 পাওয়া যাবে। Nokia 3.1 3GB RAM ভেরিয়েন্টের দাম 11,999 টাকা। আর Nokia 5.1 এর দাম 14,499 টাকা। এই দুটি ফোনও তিনটি আলাদা কালার ভেরিয়েন্টে ভারতে কেনা যাবে। কোম্পানির অনলাইন স্টোর, Paytm Mall আর সারা দেশের রিটেল স্টোর থেকে এই ফোনগুলি কেনা যাবে।
রিটেল স্টোর থেকে Paytm Mall QR কোড স্ক্যান করে এই ফোনগুলি কিনলে Paytm থেকে রিচার্জ ও বিল পেমেন্টে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এর সাথেই ICICI ব্যাঙ্কের ডেবিট কার্ড গ্রাহকরা Nokia 3.1 ও Nokia 5.1 ফোনে 5 শতাংশ ছাড় পাবেন। Idea ও Vodafone গ্রাহকরা এই ফোনের সাথে অতিরিক্ত ডাড়া সুবিধা পাবেন বলে জানিয়েছে কোম্পানি।
Nokia 2.1 এ থাকবে Android Oreo (Go Edition)। এই ফোনে থাকবে একটি 5.5 ইঞ্চি ডিওপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Sanpdragon 425 চিপসেট এর সাথেই থাকবে 1GB RAM আর 4000 mAh ব্যাটারি। কোম্পানি দাবি করেছে এই ফোনে দুই দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।
Nokia 2.1 এ রয়েছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 8GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
Nokia 3.1 চলবে লেটেস্ট Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে 5.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek MT6750 চিপসেট আর 2GB/3GB RAM।
Nokia 3.1 এ রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 2990 mAh ব্যাটারি থাকবে Nokia 3.1 এ। 16GB/32GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
Nokia 5.1 চলবে লেটেস্ট Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে 5.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek MT6755S চিপসেট আর 2GB/3GB RAM।
Nokia 5.1 এ রয়েছে 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 3000 mAh ব্যাটারি থাকবে Nokia 5.1 এ। 16GB/32GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন