ফেব্রুয়ারিতে বার্সেলোনায় MWC 2020 ইভেন্টে লঞ্চ হতে পারে Nokia 8.2 5G, Nokia 5.2 ও Nokia 1.3। Nokia ‘Original' সিরিজে এই তিন ফোন লঞ্চ করবে HMD Global। 25 জানুয়ারি এই ফোনগুলি লঞ্চের কথা থাকলেও চিনে করোনা ভাইরাস সংক্রমণের জন্য তা লঞ্চ বাতিল হয়েছিল। যদিও এই তিন স্মার্টফোনের নাম প্রকাশ করেনি ফিনল্যান্ডের কোম্পানিটি।
459 ইউরো (প্রায় 36,000 টাকা) দামে লঞ্চ হতে পারে Nokia 8.2 5G। এই ফোনে একটি pOLED ডিসপ্লে ব্যবহার হতে পারে। ফোনের ভিতরে থাকতে পারে Snapdragon 765 চিপসেট। 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ ও 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন লঞ্চ হতে পারে।
Nokia 8.2 5G ফোনে একটি 32 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা থাকতে পারে। ফোনের ভিতরে থাকতে পারে একটি 3,500 mAh ব্যাটারি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও এই ফোনে থাকতে পারে একটি 3.5 মিমি অডিও জ্যাক।
12GB RAM সহ ফেব্রুয়ারিতেই নতুন ফোন আনছে Motorola!
3GB RAM + 32GB স্টোরেজ ও 4GB RAM + 64GB স্টোরেজে লঞ্চ হতে পারে Nokia 5.2। লঞ্চের সময় এই ফোনের দাম হবে 169 ইউরো (প্রায় 13,300 টাকা)।
Nokia 5.2-তে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে 8 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হতে পারে।
Nokia 5.2-তে থাকতে পারে Snapdragon 632 চিপসেট ও 3,500 mAh ব্যাটারি।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
79 ইউরো (প্রায় 6,200 টাকা) দামে লঞ্চ হতে পারে Nokia 1.3। এই ফোনে থাকতে পারে 1GB RAM, 8GB স্টোরেজ ও 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকতে পারে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন