শিঘ্রই ভারতে নতুন গেমিং স্মার্টফোন নিয়ে আসছে Nubia। আগামী সোমবার, 17 জুন ভারতে লঞ্চ হবে Red Magic 3। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে নতুন Nubia ফোনের টিজার প্রকাশিত হয়েছে। টিজার প্রকাশিত হলেও Red Magic 3 প্রি-অর্ডার করার কোন অপশন দেখা যায়নি।
এই বছর এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছিল Nubia Red Magic 3। এই ফোনে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 5,000 mAh ব্যাটারি আর Qualcomm Snapdragon 855 চিপসেট। এই ডিভাইস ঠান্ডা রাখার জন্য একটি বিশেষ ফ্যান ব্যবহার হয়েছে।
চিনে Red Magic 3 এর দাম শুরু হচ্ছে 2,899 ইউয়ান (প্রায় 29,100 টাকা) থেকে। আশা করা হচ্ছে ভারতে প্রায় 30,000 টাকা দামে লঞ্চ হবে এই ফোন।
Nubia Red Magic 3 ফোনে চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে 6.65 ইঞ্চি FHD+ 90 Hz রিফ্রেশ রেট এর ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 12GB RAM আর 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nubia Red Magic 3 ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল গ্রাইমারি ক্যামেরা। সাথে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে একটি 5.,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জার ব্যবহার করে মাত্র 10 মিনিট চার্জ করে এক ঘ্নটা গেম খেলা যাবে। এর সাথেই থাকছে ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার, থ্রিডি সারাউন্ড সাউন্ড আর লিকুইড কুলিং টেকনোলজি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন