চিনে লঞ্চ হল Nubia Z20। এই ফোনের সামনে ও পিছনে দুই দিকে ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855+ চিপসেট আর 512GB পর্যন্ত স্টোরেজ। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। চিনের বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি কোম্পানিটি।
চিনে Nubia Z20 এর দাম শুরু হচ্ছে 3,499 ইউয়ান (প্রায় 35,200 টাকা) থেকে। একাধিম মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। টপ ভেরিয়েন্টে থাকছে 8GB RAM আর 512GB স্টোরেজ।
ডুয়াল সিম Nubia Z20 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনের সামনে রয়েছে একটি 6.42 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে একটি 5.1 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে। সামনের ডিসপ্লেতে থাকছে ডিসি ডিমিং প্রযুক্তি। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 855+ চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 512 GB পর্যন্ত স্টোরেজ।
এই ফোনের সামনে কোন সেলফি ক্যামেরা থাকছে না। পিছনে ডিসপ্লে থাকায় এই ফোনের ট্রিপল ক্যামেরা দিয়েই সেলফি তোলা সম্ভব। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স।
Nubia Z20 ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন