2018 সালের অন্যতম জনপ্রিয় ফোনটি হল Poco F1। অবিশ্বাস্য দামে ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করে বিশ্বব্যাপী টেক গুরুদের নজর কেড়েছিল Poco ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। শিঘ্রই বাজারে আসছে এই ব্র্যান্ডের দ্বিতীয় ফোন Poco F2। Poco F1 ফোনের মতোই এই ফোনেও থাকছে Qualcomm এর লেটেস্ট চিপসেট। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে Poco F2 ফোনে Snapdragon 855 চিপসেট দেখা গিয়েছে। সাথে রয়েছে 4GB RAM। প্রসঙ্গত Poco F1 ফোনে ব্যবহার হয়েছিল Snapdragon 845 চিপসেট।
গত বছর ডিসেম্বর মাসে প্রথম Poco F2 ফোনটি Geekbench ওয়েবসাইটে দেখা গিয়েছিল। তখন এই ফোনে Sanpdragon 845 চিপসেটের সাথেই 6GB RAM দেখা গিয়েছিল। এবার Poco F2 ফোনে Snapdragon 855 চিপসেট দেখা গেল। সাথে রয়েছে 4GB RAM।
সিঙ্গেল-কোর টেস্টে Geekbench ওয়েবসাইটে 1,776 স্কোর করেছে Poco F2। মাল্টি-কোর টেস্টে পেয়েছে 6,097। একই চিপসেট ব্যবহার হওয়া Samsung Galaxy S10+ ফোন Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল-কোর টেস্টে 4,406 স্কোর করেছে। মাল্টি-কোর টেস্টে Galaxy S10+ ফোনের স্কোর 10,358।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন