বৃহস্পতিবার শুরু হচ্ছে Realme Freedom Sale। এই সেলে সস্তা হবে Realme 3 Pro, Realme 2 Pro আর Realme C1। শনিবার পর্যন্ত Flipkart আর Realme.com এ এই সেল চলবে। সম্প্রতি ভারতে 90 লক্ষ গ্রাহক Realme প্রোডাক্ট কিনেছেন। সেই সাফল্য উজ্জাপন করতেই মাসের শুরুতে এই সেল নিয়ে হাজির হয়েছে চিনের কোম্পানিটি।
এই সেলে 1,000 টাকা সস্তা হয়েছে Realme 3 Pro। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 12,999 টাকা খরচ হবে। 6GB RAM + 64GB স্টোরেজ আর 6GB RAM + 128GB স্টোরেজে Realme 3 Pro কিনতে যথাক্রমে 14,999 টাকা আর 15,999 টাকা খরচ হবে। 6GB RAM ভেরিয়েন্টগুলির সাথে মাত্র 699 টাকায় মোবাইল প্রোটেকশন প্ল্যান পাওয়া যাবে।
অন্যদিকে 500 টাকা সস্তা হয়েছে Realme 2 Pro। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 10,490 টাকা খরচ হবে। এর সাথে 299 টাকায় পাওয়া যাচ্ছে কমপ্লিট প্রোটেকশন প্ল্যান এই ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
7,499 টাকার পরিবর্তে 6,999 টাকায় পাওয়া যাচ্ছে Realme C1। এই দামে 2GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। Realme C1 ফোনে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে, Snapdragon 450 চিপসেট আর 4,230 mAh ব্যাটারি।
সম্প্রতি লাল রঙে Realme 3 লঞ্চের কথা জানিয়েছিল কোম্পানি। Realme Freedom Sale এ নতুন রঙে বিক্রি শুরু হবে Realme 3। Flipkart আর Realme.com থেকে এই ফোন পাওয়া যাবে। 3GB + 32GB, 3GB + 64GB, and 4GB + 64GB স্টোরেজে ডায়মন্ড রেড ভেরিয়েন্টে Realme 3 কিনতে যথাক্রমে 8,999 টাকা, 9,999 টাকা আর 10,999 টাকা খরচ হবে। এই ফোনে রয়েছে Helio P70 চিপসেট আর 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন