বুধবার ভারতে আসছে Redmi 8। সম্প্রতি লঞ্চ হয়েছিল Redmi 8A। বাজেট সেগমেন্টে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Xiaomi। Redmi 8 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। ইতিমধ্যেই এই ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছিল। Redmi 8 ছাড়াও শিঘ্রই ভারতে লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro।
বুধবার সকাল 11 টায় Redmi 8 লঞ্চ শুরু হবে। YouTube থেকে এই লঞ্চ সরাসরি সম্প্রচারিত হবে। নির্দিষ্ট সময়ে নীচে প্লে বাটনে ক্লিক করে ভারতে Redmi 8 লঞ্চ সরাসরি দেখা যাবে।
Redmi 8 ফোনে ডুয়াল ক্যামেরা থাকবে। গত সপ্তাহে Xiaomi জানিয়েছিল এই ফোনের প্রাইমারি সেন্সরে থাকবে ‘ইন্ডাস্ট্রি লিডিং' এজ ডিটেকশন আর আর স্কিন টোন ম্যাপিং।
এছাড়াও Xiaomi জানিয়েছে এই ফোনে ‘আপডেটেড ব্যাটারি সেটআপ' থাকবে। সম্প্রতি ইন্টারনেটে ফাঁস য়ে যাওয়া ছবিতে Redmi 8 ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। আর থাকছে Redmi ব্র্যান্ডিং।
ফোনের নীচে থাকছে USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল, 3.5 মিমি অডিও জ্যাক আর প্রাইমারি মাইক্রোফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন