Photo Credit: Twitter/ Redmi India
পুজোর আগেই ভারতে আসছে Redmi 8A। আগামী সপ্তাহে ভারতে এই এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। বৃহস্পতিবার ট্যুইটারে এই কথা জানিয়েছে চিনের কোম্পানিটি। ট্যুইটারে Xaiomi অফিশিয়াল হ্যান্ডেল থেকে এক পোস্টে জানানো হয়েছে 25 সেপ্টেম্বর লঞ্চ হবে Redmi 8A। মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 7A। সেই ফোনের উত্তরসূরী Redmi 8A ফোনে থাকতে পারে ডুয়াল ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি। তবে নতুন Redmi 8A ফোনের স্পেসিফিকেশন সামনে আনেনি বেজিং এর কোম্পানিটি।
নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Redmi K20 Pro, থাকছে আরও শক্তিশালী প্রসেসর
ট্যুইটারে অফিশিয়াল Xiaomi হ্যান্ডেল থেকে বৃহস্পতিবার এক পোস্টে জানানো হয়েছে 25 সেপ্টেম্বর লঞ্চ হবে শক্তিশালী Redmi 8A। এই ফোনে ডিসপ্লের উপরে ছোট নচ থাকছে। নীচের দিক বাদ দিলে ডিসপ্লের তিন পাশে পাতলা বেজেল থাকছে। ডিসপ্লের নীচে থাকছে Redmi ব্র্যান্ডিং।
Jio কে টেক্কা দিতে আরও সস্তা প্ল্যান নিয়ে এল BSNL, দেরি করলেই ফস্কে যাবে
দশ হাজার টাকার কম দামেই ভারতে লঞ্চ হতে পারে মে মাসে লঞ্চ হওয়া Redmi 7A ফোনের উত্তরসূরী Redmi 8A। লঞ্চের সময় ভারতে Redmi 7A ফোনের দাম ছিল 5,999 টাকা।
ইতিমধ্যেই Redmi 8A ফোনের স্পেসিফিকেশন TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে ফাঁস হয়েছে। TENAA লিস্টিং থেকে পাওয়া তথ্য অনুযায়ী Redmi 8A ফোনে একটি 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর চিপসেট। 2GB RAM, 3GB RAM আর 45GB RAM ভেরিয়েন্টে লঞ্চ হবে এই ফোন। ফোনের ভিতরে থাকছে 16GB, 32GB আর 64GB স্টোরেজ।
একটা ফোনে ছ'টা ক্যামেরা, লঞ্চ হল Vivo V17 Pro: দাম ও স্পেসিফিকেশন
Redmi 8A ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। Redmi 8A ফোনের পিছনে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Redmi 8A ফোনে 5,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Xaiomi। এতবে এই ফোন কবে লঞ্চ হবে জানায়নি বেজিং এর কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন