10 ডিসেম্বর চিনে লঞ্চ হবে Redmi K30। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল।এবার Redmi K30 ফোন হাতে একটি ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। এছাড়াও Redmi K30 ফোনের 4G ভেরিয়েন্টের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। 4G ভেরিয়েন্টের Redmi K30 ফোনে থাকছে Snapdragon 730G চিপসেট। এই ফোনে থাকছে একটি 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল সেন্সর।
সম্প্রতি প্রকাশিত ছবিতে Redmi K30 ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে দেখা গিয়েছে। এই ফোনের ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল।
অন্যদিকে Redmi K30 ছবির সাথেই সামনে এসেছে এই ফোনের স্পেসিফিকেশন। Redmi K30 ফোনে থাকছে একটি 6.6 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট, 6GB RAM, 64GB স্টোরেজ, 4,500 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জ সাপোর্ট।
চিনে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,999 ইউয়ান (প্রায় 20,000 টাকা)। Redmi K30 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi K30 fOne Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 11 স্কিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন