লঞ্চ হল Redmi K30। মঙ্গলবার চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে Xaiomi। 4G ও 5G ভেরিয়েন্টে চিনে এই ফোন লঞ্চ হয়েছে। নতুন Redmi K30 ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা, এই ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। এই ফোনের ভিতরে 4,500 mAh ব্যাটারি ব্যবহার করেছে Xiaomi। 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।
5G ভেরিয়েন্টে Redmi K30 এর দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। অন্যদিকে 4G ভেরিয়েন্টে Redmi K30 এর দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান (প্রায় 16,100 টাকা) থেকে।
ডুয়াল সিম Redmi K30 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে থাকছে হোল-পাঞ্চ ডিজাইন। 5G ভেরিয়েন্টে Redmi K30 ফোনে থাকছে Snapdragon 765 চিপসেট। অন্যদিকে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনে Snapdragon 730G চিপসেট ব্যবহার হয়েছে।
Redmi K30 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনের পিছনে নতুন ডিজাইনের ক্যামেরা মডিউল ব্যবহার করেছে Xiaomi। Redmi K30 ফোনের পিছনের ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
এই ফোনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। Redmi K30 ফোনের সেলফি ক্যামেরায় 20 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
Redmi K30 ফোনে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে 4G, 5G, NFC, 5G GPS, USB Type-C পোর্ট। এই ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন