চলতি বছর লঞ্চ হওয়ার কথা ছিল Redmi K30। তবে 2020 সালের আগে এই ফোন লঞ্চ কর[বে না Xiaomi। সম্প্রতি এক শোশ্যাল মিডিয়া পোস্টে Redmi K30 লঞ্চ পিছিয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন Redmi প্রধান লু ওয়েইবিং। চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে লু জানিয়েছেন 2019 সালের পরিবর্তে 2020 সালে বাজারে আসবে Redmi K30। যদিও ঠিক কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।
সম্প্রতি চায়না মোবাইলের 4G হটস্পট টেস্টে অংশ নিয়েছে Redmi K20 Pro, Redmi Note 8 Pro আর Redmi Note 8। সেখান থেকে এক পোস্টে লু জানিয়েছেন “2020 সালে 5G জগতে শীর্ষস্থান দখল করবে Redmi। K30 তে দেখা হচ্ছে।”
5G প্রযুক্তি ব্যবহারে একাধিক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে কোম্পানি। Redmi K30 ফোনে 5G সাপোর্ট থাকছে। সব বাধা অতিক্রম না করে এই ফোন লঞ্চ হবে না। সেই কারণে লঞ্চ কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছর লঞ্চ হওয়া Redmi K20 সিরিজে ছিল পপ-আপ সেলফি ক্যামেরা। তবে Redmi K30 ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক টিজার প্রকাশ করে এই কথা জানিয়েছেন Redmi প্রধান লু ওয়েইবিং।
এছাড়াও Xiaomi প্রধান লেই জুন জানিয়েছিলেন Redmi K30 ফোনে NSA + SA ডুয়াল 5G মোডেম থাকবে। 2020 সালে মিডরেঞ্জ সেগমেন্টে এই ফোন লঞ্চ করবে Xiaomi। সম্প্রতি 5G সাপোর্ট সহ Snapdragon 8 সিরিজ, Snapdragon 7 সিরিজ আর Snapdragon 6 চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। Redmi K30 ফোনে নতুন Snapdragon 7 সিরিজ চিপসেট ব্যবহার হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন