মার্চের শেষে লঞ্চ হবে Redmi K30 Pro। সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই খবর জানিয়েছেন Redmi প্রধান লু ওয়াইবিং। এই ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট। যদিও ঠিক কবে পরবর্তী Redmi ফ্ল্যাগশিপ লঞ্চ হবে সেই বিষয়ে কোন মন্তব্য করেননি লু।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অন্য এক পোস্ট থেকে জানা গিয়েছে Huawei P40 সিরিজ ও Honor 30 সিরিজ লঞ্চের মাঝেই বাজারে আসবে Redmi K30 Pro। 26 মার্চ লঞ্চ হবে Huawei P40 সিরিজ। অন্যদিকে এপ্রিলের শুরুতে লঞ্চ হবে Honor 30 সিরিজ। এর পরেই মার্চের শেষ সপ্তাহে Redmi K30 Pro লঞ্চ ঘিরে জল্পনা শুরু হয়েছে।
Redmi K30 Pro তে 5G কানেক্টিভিটি থাকবে। এই ফোনে থাকবে 33W ফাস্ট চার্জ সাপোর্ট। Redmi K30 Pro প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে।
চোখ ধাঁধানো ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Vivo Nex 3S 5G
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Redmi K30 -র তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকলেও Redmi K30 Pro তে পপ-আপ ক্যামেরা থাকতে পারে। এই ফোনের ভিতরে থাকবে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে 33W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এলেও এখনও এই ফোনের দাম জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন