নতুন Redmi ফোনে থাকছে 5G কানেক্টিভিটি। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। চিনের সার্টিফিকেশন ওয়েবসাইটে M2004J7AC মডেল নম্বরে সামনে এসেছে এই স্মার্টফোন। সঙ্গে থাকছে ওলেড ডিসপ্লে। সব ঠিক থাকলে শিঘ্রই চিনে এই ফোন লঞ্চ হতে পারে।
TENAA লিস্টিং থেকে জানা গিয়েছে নতুন Redmi ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। থাকছে একটি 6.57 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। এই ফোনের অক্টা-কোর প্রসেসরে থাকছে 2.6GHz ক্লক স্পিড। 64GB, 128GB ও 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 6GB + 128GB, 8GB RAM + 128GB, 6GB RAM + 64GB ও 8GB RAM + 256GB ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ করবে চিনের সংস্থাটি।
এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সঙ্গে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 206 গ্রাম ওজনের এই ফোনের আয়তন 164.15x75.75x8.99 মিমি। 4,420mAh ব্যাটারি সহ এই ফোন লঞ্চ হবে। নীল, কালো, সবুজ, গোলাপি, লাল, রূপালি ও সাদা রঙে পাওয়া যাবে এই 5G স্মার্টফোন।
সম্প্রতি 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Redmi Note 10 নামে বাজারে আসতে পারে এই ফোন।
সম্প্রতি ইউরোপের বাজারে লঞ্চ হয়েছিল Redmi Note 9। ভারতে ইতিমধ্যেই Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max বিক্রি শুরু হলেও এখনও Redmi Note 9 লঞ্চ হয়নি। সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে অবশেষে ভারতে আসতে চলেছে এই ফোন। একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের উপস্থিতি সামনে আসার পরেই ভারতে Redmi Note 9 লঞ্চ ঘিরে জল্পনা শুরু হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন