গত সপ্তাহে Redmi Note 6 Pro ফোনে MIUI 10 গ্লোবাল বিটা ভার্সান 9.3.14 পাঠিয়েছিল Xioami। এই আপডেটের হাত ধরে Redmi Note 6 Pro ফোনে Android 9.0 Pie আপডেট পৌঁছায়। কিন্তু লঞ্চের কয়েক ঘন্টা পরেই MIUI ফোরাম থেকে এই আপডেট সরিয়ে নেয় Xiaomi। কেন এই আপডেট সরিয়ে নেওয়া হয়েছে তা জানায়নি বেজিং এর কোম্পানিটি। আবার কবে এই আপডেট ফিরে আসবে তাও জানানো হয়নি।
MIUI ফোরামে জানানো হয়েছিল MIUI 10 গ্লোবাল বিটা ভার্সান 9.3.14 আপডেটে লক স্ক্রিন ও ওয়াল্পেপারে কয়েকটি বাগ ফিক্স করা হয়েছে। OTA প্যাকেজে এই আপডেট পাঠিয়েছিল Xiaomi। পরে অন্য এক পোস্টে এই আপডেট পাঠানো বধের ঘোষণা করা হয়। তবে কেন এই আপডেট বন্ধ হল তা জানানায়নি Xiaomi।
ইতিমধ্যেই এই বিষয়ে Xiaomi প্রশ্ন করেছি আমরা। এখনও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। গত সপ্তাহে কোম্পানির যে সব ফোনে Android Pie আপডেট পৌঁছাবে সেই তালিকা প্রকাশ করেছিল চিনের কোম্পানিটি। সেই তালিকায় জায়গা করে নিয়েছিল Redmi Note 6 Pro। অন্যান্য ফোনে কবে Android Pie আপডেট পৌঁছাবে তা জানালেও Redmi Note 6 Pro ফোনে কবে এই আপডেট পৌঁছাবে সেই বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
ইতিমধ্যেই Redmi 3S, Redmi Note 4, Redmi 4X, Mi 5s, Redmi 4A, Mi Max 2, Redmi Note 5A, Redmi Y1, Mi 6, Mi Mix 2, Redmi Note 5 আর Redmi Note 5 Pro ফোনে MIUI 10 গ্লোবাল বিটা ভার্সান 9.3.14 আপডেট পাঠিয়েছে Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন