সম্প্রতি লঞ্চ হয়েছিল Galaxy A একাধিক নতুন স্মার্টফোন। লঞ্চের কয়েক মাসের মধ্যেই এই সিরিজের ফোনের দাম কমালো Samsung। ইতিমধ্যেই ভারতে 1,500 টাকা পর্যন্ত সস্তা হয়েছে Samsung Galaxy A30, Galaxy A20 আর Galaxy A10। Amazon সহ সব অনলাইন পোর্টালে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই ফোনগুলি। ফেব্রুয়ারি মাসে লঞ্চের পরে এই প্রথম Galaxy A সিরিজের দাম কমলো।
লঞ্চের সময় Galaxy A10 ফোনের দাম ছিল 8,490 টাকা। সস্তা হয়ে 7,990 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে। 12,490 টাকা থেকে কমে 11,490 টাকায় পাওয়া যাচ্ছে Galaxy A20। 1,500 টাকা সস্তা হয়ে 15,490 টাকায় পাওয়া যাচ্ছে Galaxy A30।
সম্প্রতি ভারতে বিক্রি শুরু হয়েছে Galaxy A70। এছাড়াও এই সেগমেন্টে ভারতে স্মার্টফোন লঞ্চ করেছে Realme ও Xiaomi। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে Galaxy A সিরিজের তিনটি ফোনের দাম কমালো দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Galaxy A30 আর Galaxy A10। এপ্রিলে বাজারে এসেছিল Galaxy A20। Galaxy A30 ফোনে রয়েছে 6.4 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 7904 চিপসেট, 4GB RAM আর 4,000 mAh ব্যাটারি।
Galaxy A20 ফোনে রয়েছে 6.4 ইঞ্চি LCD ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 7884 চিপসেট, 3GB RAM আর 4,000 mAh ব্যাটারি।
সবশেষে Galaxy A10 ফোনে থাকছে 6.2 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 7884 চিপসেট, 2GB RAM আর 3,400 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন