Samsung Galaxy A16 5g এবং 4gবিকল্পগুলি তুলনামূলক বড় ডিসপ্লের সাথে উপস্থিত হতে পারে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 4 অক্টোবর 2024 15:26 IST
হাইলাইট
  • Samsung Galaxy-র A16 5G এবং 4G বিকল্পগুলি 25W-এর দ্রুত চার্জিং ব্যাবস্থ
  • স্মার্টফোনগুলি 50-মেগাপিক্সেলের ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জি
  • Samsung Galaxy A16 5Gফোনটি IP54-রেটিং সহ আসতে পারে

Samsung Galaxy A16 5G is expected to succeed the Galaxy A15 5G

Photo Credit: Samsung

Samsung Galaxy A15 5g এবং A15 4g-এর সাফল্যের পর এবার লঞ্চ করা হতে পারে Samsung Galaxy A16 5gএবং4g।সম্প্রতি অনলাইনের মাধ্যমে কথিত হ্যান্ডসেটটি সম্পর্কে বিশদ বিবরণ প্রকাশিত করা হয়েছে।পূর্বের ফাঁস হওয়া তথ্যটি, টাইমলাইনে 5G বিকল্পের সম্ভাব্য ডিজাইন রেন্ডার এবং 4G সংস্করণের প্রত্যাশিত লঞ্চ দেখিয়েছে।আলোচিত Galaxy A16 4G-এর সম্ভাব্য দামও প্রকাশ করা হয়েছে।বর্তমানে একটি রিপোর্টে Galaxy A16-এর 5G এবং 4G বিকল্পগুলির মূল বৈশিষ্ট্যগুলি প্রকাশ করা হয়েছে।

Samsung Galaxy A16 4g এবং Galaxy A16 5g এর আনুমানিক বৈশিষ্ট্য:

Saminsider-এর একটি রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A16 5g এবং 4g বিকল্পগুলিতে আনুমানিক 6.7ইঞ্চির Full-HD+(2340×1080)Super AMOLED স্ক্রীন আছে এবং এটির রিফ্রেশ রেট 90Hz।বলা হয়েছে যে,বিদ্যমান 6.5ইঞ্চির স্ক্রিনযুক্ত Galaxy A15 হ্যান্ডসেটটির চেয়ে আলোচিত হ্যান্ডসেটটির ডিসপ্লেটি বড় হবে।

রিপোর্ট অনুযায়ী দাবি করা হয়েছে যে,Galaxy A16 4g ফোনটি এটির পূর্বসূরীর মত একই MediaTek Dimensity Helio G99 চিপসেট প্রসেসর দ্বারা যুক্ত হতে পারে। যেখানে Galaxy A16 5g ফোনটিতে Exynos 1330 SoC প্রসেসর দেওয়ার কথা বলা হয়েছে। সম্ভবত 5g এবং 4জি বিকল্পগুলিতে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে যথাক্রমে1.5টিবি এবং 1টিবি পর্যন্ত স্টোরেজটি বর্ধিত করা যাবে।চিপসেট এবং বর্ধিত স্টোরেজে ছাড়াও,অনুমান করা হচ্ছে Galaxy A16-এর হ্যাণ্ডসেটগুলিতে একইধরনের বৈশিষ্ট্য থাকতে পারে।সম্ভবত ফোনগুলিতে 4জিবি RAM এবং128জিবি অন্তর্ভুক্ত স্টোরেজ থাকবে। এগুলি অন্যান্য স্যামসাং ফোনের মতো অ্যান্ড্রয়েড- ভিত্তিক ইউজার ইন্টারফেসে চলতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটগুলিতে ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে,যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা,একটি আল্ট্রাওয়াইড লেন্সসহ 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে।ফোনগুলির সামনের অংশে 13মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।

সংযোগের ক্ষেত্রে Galaxy A16-এর বিকল্পগুলিতে ডুয়াল-ব্যান্ড Wi-Fi, ব্লুটুথ 5.3,GPS এবং USB Type-Cপোর্ট অন্তর্ভুক্ত করা হবে।5g বিকল্পটি সম্ভবত NFC-এর সমর্থনে আসবে এবং ধূলো ও জল থেকে সুরক্ষার জন্য এটিতে IP54রেটিং যুক্ত করা হবে। নিরাপত্তার জন্য Galaxy A16 5g ফোনটির পাশে একটি সামান্য উঁচু করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

অনুমান করা হচ্ছে স্যামসাংয়ের উভয়ফোনই25W-এর
দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,000mAh ব্যাটারী দ্বারা চালিত হবে।হ্যাণ্ডসেটগুলির পরিমাপ164.4 x 77.9 x 7.9মিমি হতে পারে এবং প্রতিটির ওজন 200গ্রাম করে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে পাগল করা অফার! 31,000 টাকা সস্তা হল Samsung Galaxy S24 FE
  2. 7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত Sony ক্যামেরা নিয়ে লঞ্চ হল নতুন Moto G100 স্মার্টফোন
  3. আজ থেকে বন্ধ Windows 10, বিনামূল্যে কম্পিউটার Windows 11-এ আপগ্রেডের পদ্ধতি শিখে নিন
  4. দিওয়ালি সেলে 22,000 টাকা সস্তায় কিনুন iPhone 16, অফার চলছে নতুন iPhone 17 মডেলেও
  5. পিন ভুলে গেলেও করা যাবে UPI পেমেন্ট, আজই ফোনপে, পেটিএম, গুগল পে-এর এই সেটিংস বদলে নিন
  6. Oppo-র দুর্ধর্ষ ক্যামেরার স্মার্টফোনে মিলছে 13,000 টাকা ছাড়, টেক্কা দেবে DSLR-কেও!
  7. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Vivo Pad 5e ট্যাব
  8. Vivo X300 সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি!
  9. 200 মেগাপিক্সেল ক্যামেরা ও ডুয়াল স্ক্রিনের সঙ্গে লঞ্চ হল Samsung W26 স্মার্টফোন
  10. Samsung এর OIS ক্যামেরার ফোন মাত্র 12,499 টাকায়! কোথায় পাবেন জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.